ইংরেজিতে Noun একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। এ সম্পর্কে আমাদের জানা অতি জরুরী। তাই আজকের আলোচনার বিষয় Noun এর পরিচয় ও প্রকারভেদ সম্পর্কে।
1. Noun(বিশেষ্য):
যে শব্দ দ্বারা কোন ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বুঝায় তাকে noun বা বিশেষ্য বলে।
Example: ⇒ Bangladesh is a beautiful country.
Noun কে প্রধানত ২ ভাগে ভাগ করা যায়
1. Concrete Noun
2. Abstract Noun
Concrete Noun কে আবার ৪ ভাগে ভাগ করা হয়
1.Proper Noun
3.Collective Noun
4.Material Noun
a). Proper Noun: যে noun দ্বারা কোন কিছুর নিদিষ্ট নাম বুঝায় তাকে Proper Noun বলে।
Example:⇒Ahmed is a good boy.
⇒Dhaka is a good city.
b). Common noun: যে noun দ্বারা একজাতীয় ব্যক্তি বা বস্তুুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে Common noun বলে ।
Example: ⇒ Nazrul is a great poet.
⇒The rose is a nice flower.
c). Collective Noun: যে word দ্বারা এক জাতীয় কতগুলি ব্যক্তি বা বস্তুুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বুঝায় তাকে Collective Noun বলে।
Example: ⇒ He joined the army.
⇒Our team has won the game.
d). Material Noun: যে noun দ্বারা কোন পদার্থর এর নাম কে বুঝায় তাকে Material Noun বলে।
Example: ⇒ Gold is a precious metal.
Noun সম্পর্কে আরো ভালভাবে জানতে এবং বুঝতে নিচের ভিডিও ক্লাসটি দেখতে পারেন