Site icon Trickbd.com

যেভাবে পরীক্ষার রেজাল্ট বের করবেন।

Unnamed


হাই বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি।
৩০ তারিখে জেএসসি এবং জেডেসি দের পরীক্ষার রেজাল্ট। তাই পোস্ট করত্র বসে গেলাম।
রেজাল্ট দেখার জন্য তিনটি মাধ্যম রয়েছে।
যথা :১.অনলাইন ২.এসএমএস ৩.নিজ স্কুল এ গিয়ে শিক্ষক দের কাছে থেকে জানা।
আধুনিক যুগে বেশির ভাগ মানুষই অনলাইনে রেজাল্ট দেখে।
যেভাবে অনলাইনে রেজাল্ট দেখবেন
অনলাইনে রেজাল্ট দেখার জন্য আপনাকে একটি সরকারি ওয়েব সাইট এ যেতে হবে। ওয়েব এড্রেস www.educationboardresults.gov.bd
এই সাইটে গিয়ে ফরম গুলো পুরন করে সাবমিট দিলেই পেয়ে যাবেন আপনার ফলাফল।
যেভাবে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখবেন
যাদের ফোন এ এন্টারনেট সংযোগ নেই তাদের জন্য এসএমএস এর মাধ্যম।

প্রথমে মেসেজ অপশনে গিয়ে >
JSC/JDC(space)আপনার বিভাগের প্রথম তিন অক্ষর(space)আপনার রোল(space)পরীক্ষার সাল
লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।
আরো বিস্তারিত জানতে ভিডিও টি দেখতে পারেন।
সময় পেলে ঘুরে আসুন আমার সাইট থেকে।

এই রকম আরো ট্রিক পেতে আমাদের চ্যানেলটি <span style