ট্রিকবিডিতে জানাই সবাইকে স্বাগতম!
সকলেই নিশ্চই ভালোই আছেন?
হ্যাঁ,ট্রিকবিডির সাথে থাকলে সকলেই ভালো থাকে।
আজ আমি আপনাদের এমন একটি পদ্ধতি শেয়ার করব,যার মাধ্যমে আপনার হাতের কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটর না থাকলেও আপনি সায়েন্টিফিক ক্যালকুলেটরের কাজ করতে পারবেন আপনার জাভা কিংবা এন্ড্রুয়েড মোবাইল দিয়েই।
ধরুন আপনার অংক করার মাঝ পথেই আপনার সায়েন্টিফিক ক্যালকুলেটরটি হঠাৎ নষ্ট হয়ে গেছে অথবা জরুরি কোনো হিসাবের সময় আপনাকে কাজে দিবে আমার আজকের এই ট্রিকটি।
যেকোনো মোবাইল থেকে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে এখানে ক্লিক করুন।
এবার যা করতে চান,তার উপর শুধু ক্লিক করলেই হবে।
ধরুন,আপনি ২০ কে ৪২ দ্বারা গুণ করতে চান,সেক্ষেত্রে ২ এবং ০ তে ক্লিক করে গুণ চিহ্ন লেখায় ক্লিক করতে হবে।এরপর ৪ ও ২ লেখায় ক্লিক করে = চিহ্নতে ক্লিক করলেই ফলাফল পেয়ে যাবেন ৮৪০।
মোটকথা,আপনি একবার দেখলেই বুঝে যাবেন।
আপনি এর মাধ্যমে সায়েন্টিফিক ক্যালকুলেটরের যাবতীয় সকল কাজ করতে পারবেন।
***ধন্যবাদ***