Be a Trainer! Share your knowledge.
Home » Education Guideline » জেনে নিন ইংরেজী থেকে বাংলা সাল-তারিখ বের করার সহজ কৌশল

জেনে নিন ইংরেজী থেকে বাংলা সাল-তারিখ বের করার সহজ কৌশল

আমাদের দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা হলেও সব হিসাবই হয় মূলত ইংরেজী সাল এবং তারিখ অনুযায়ী। ফলে অনেক সময় বাংলা সাল এবং তারিখ দরকার হলেও তা ভুলে যায়। অনেক সময় বাংলা তারিখ এবং সাল বের করা কঠিন হয়ে পড়ে।

তবে কোনো কিছুর সহযোগীতা না নিয়ে আপনি খুব সহজে ইংরেজি তারিখ এবং সালের সাথে মিলিয়ে বাংলা সাল ও তারিখ বের করতে পারেন।

প্রথমে ইংরেজী সন থেকে ৫৯৩ বিয়োগ করে বাংলা সন বের করে নিতে হবে। বাংলা ১লা বৈশাখ সব সময় ইংরেজী এপ্রিল মাসের ১৪ তারিখ থেকে শুরু হয় এবং বাংলায় অন্যান্য মাসগুলি পর্যায়ক্রমে ইংরেজি মাসের ১৩ থেকে ১৬ তারিখের মধ্যেই শুরু হয়ে থাকে।

যেহেতু ইংরেজি মাসের ১৩-১৬ তারিখের মধ্যে বাংলা মাসগুলির ১ তারিখ শুরু হয়ে থাকে তাই নিচের কোডটি মনে রাখুন।

কোডঃ ৪ ৫৫ ৬৬৬৬ ৫৫ ৪৩৫।

এখানে বাংলার ১২ মাসের ১২টি কোড আছে পর্যায়ক্রমিকভাবে।

কোডটিতে ৪ মানে ইংরেজী মাসের ১৪ তারিখ, ৫ মানে ইংরেজী মাসের ১৫ তারিখ, ৬ মানে ইংরেজী মাসের ১৬ তারিখ এইভাবে যা বাংলা মাসগুলির ১ম তারিখ পর্যায়ক্রমে শুরু হওয়া নির্দেশ করে।

উদহরণঃ
কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালের ২৫ মে। এটাকে আমরা বাংলা সন-তারিখে রূপান্তরিত করবো।

এখন, ১৮৯৯ থেকে ৫৯৩ বিয়োগ করলে পাই ১৩০৬, যা কাজী নজরুলের বাংলা জন্ম সাল নির্দেশ করে। এবার ২৫ মে থেকে বাংলা মাসের তারিখটি বের করবো।

এখন, আমাদের কোডের দিকে নজর দিই। কোডের ১ম অংকটি ৪, মানে এপ্রিল মাসের ১৪ তারিখ বা বাংলার ১ লা বৈশাখ। কোডের ২য় অংকটি ৫, মানে মে মাসের ১৫ তারিখ বা বাংলায় জ্যৈষ্ঠ মাসের ১লা তারিখ। এখন, ১৫মে থেকে ২৫মে মানে ১১ দিন। অর্থ্যাৎ ১৩০৬ সালের ১১ই জ্যৈষ্ঠ।

6 years ago (Mar 11, 2018)

About Author (1)

Ruhul
contributor

I am a student,try know about digital world,

Trickbd Official Telegram

6 responses to “জেনে নিন ইংরেজী থেকে বাংলা সাল-তারিখ বের করার সহজ কৌশল”

  1. Shawon24 Contributor says:

    ১৫মে থেকে ২৫মে মানে ১১ দিন। এটাতো, ১০দিন হওয়ার কথা

Leave a Reply

Switch To Desktop Version