Site icon Trickbd.com

এবার ত্রিকোণমিতির সূত্র গুলো মনে রাখুন ছন্দের মাধ্যমে!

Unnamed

বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন।আমাকে সুযোগ দেওয়ার জন্য ট্রিকবিডিকে ধন্যবাদ।আর কথা না বলে আজকের পোস্ট শুরু করি।


আজকের বিষয়ঃ

  • কিভাবে ত্রিকোনোমিতির সূত্র সমূহ ছন্দের মাধ্যমে সহজে মনে রাখা যায়।

  • আমাদের মধ্যে প্রায় সবারই একটা সমস্যা থাকে তা হলো অংকের সূত্র মনে থাকেনা।ফলে অংক করার সময় বা পরীক্ষার হলে গিয়ে কলম কামরাতে হয়?।আর ত্রিকোনোমিতির অংক গুলোতে সূত্রের ব্যবহার বেশি থাকে।সূত্র মনে না থাকলে ত্রিকোনমিতি অংক একদম করাই যায় না।তাই আজ আমি একটা সহজ পদ্ধতি বলবো,এ পদ্ধতিতে সূত্র গুলো খুব সহজেই মনে রাখতে পারবেন,আর সূত্র মুখস্থ করা লাগবেনা।চলুন তাহলে শুরু করি।


    ত্রিকোনোমিতির সূত্র সমূহঃ


    উপরের ছবির মতো সূত্র গুলো মুখস্থ করলে অনেক সময় মনে থাকে না।তাই নিচের পদ্ধতি অনুসরণ করুন।

    আমার পদ্ধতিঃ



    এভাবে আপনি শুধু ছন্দ গুলো মনে রাখবেন।এখানে প্রথম ছন্দটা দেখুন:
    সাগরে লবণ আছে। এখন ছন্দের ভেতর দেখুন লবণ এই লবণ আছে তাই লবণ=লম্ব।আবার আছে=অতিভুজ।এভাবে সবগুলো উপরের ছবিতে আমি লিখে দিয়েছি।ছবিটা একটু যুম করে দেখে নিন।

    আশা করি সবকিছু বুঝতে পেরেছেন।তবুও যদি বুঝতে সমস্যা হয় তবে কমেন্ট করুন।আজ এ পর্যন্তই,সবাই ভালো থাকবেন।

    Exit mobile version