Site icon Trickbd.com

[HSC][ICT] MCQ নিয়ে No Tension.. “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” বইয়ের প্রায় ৮০০ MCQ Question & Answer সম্বলিত এই অ্যাপ্লিকেশনটি এখনি Download করে নিন।[Full OFFLINE]

Unnamed

কেমন আছেন সবাই। আশা করি, সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক উপকারী একটি অ্যাপ্লিকেশন। এটি অত্যন্ত কাজের একটি অ্যাপ্লিকেশন,আপনাদের অনেক কাজে দিবে। আপনারা এটি সম্পূর্ণ Offline এ ব্যবহার করতে পারবেন।


এই অ্যাপ্লিকেশনটিতে একাদশ-দ্বাদশ শ্রেণির “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” বিষয়ের সবগুলো অধ্যায়ের ওপর প্রায় ৮০০ অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও সেগুলোর উত্তর দেয়া হয়েছে। অ্যাপ্লিকেশনটি নিঃসন্দেহে আপনাদের ICT বিষয়ের দক্ষতা বৃদ্ধিতে অনেক সাহায্য করবে।

HSC পরীক্ষার্থী বন্ধুরা,ICT চর্চার জন্য আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। এটি আপনাদেরকে অনেক বেশি সাহায্য করতে পারে। ICT বিষয়ের খুঁটিনাটি শেষ মূহুর্তে ঝালিয়ে নেবার ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটি অনেক বেশি অবদান রাখতে সক্ষম হবে আশা করি।

App Name HSC ICT MCQ
App Size 2.9 MB Only





তো বন্ধুরা,আর দেরি কেনো, Download করে নিন প্রয়োজনীয় এই অ্যাপ্লিকেশনটি।

পোষ্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি অ্যাপ্লিকেশনটি আপনাদের ভালো লাগবে।

ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন এবং TrickBD এর সঙ্গেই থাকুন।

My Facebook Profile
Exit mobile version