“আপনি কি ইংরেজীতে শুদ্ধভাবে কথা বলতে চান, আপনার উচ্চারনগুলো ঠিক আছে কি না তা দেখতে চান?ছবি দেখে দেখে ইংরেজী শব্দগুলো শিখতে চান?ব্রিটিশ ও অ্যামেরিকান ইংরেজী উচ্চারনের সাথে আপনারটি যাচাই করতে চান?সরাসরি স্কাইপিতে ইংরেজি র্চচা করতে চান?তাহলে এই টিউনটি আপনার জন্যেই।”
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।সর্ব প্রথম মহান রাব্বুল আলামিন এর দরবারে লাখ কোটি শুকরিয়া, যার দেওয়া ঞ্জান দ্বারা, আমি অদম আপনাদের কিছু শিখানোর প্রয়াস জানাচ্ছি।সুপ্রিয় পাঠক বৃন্দ আপনারা সবাই কেমন আছেন?আশা করি ভাল আছেন।আমি ও আপনাদের দোয়া ও ভালবাসায় ভাল আছি।বিগত টিউনগুলোর ব্যাপক সাড়া পেয়ে এই টিউনটি করতে বসলাম।আসলে শুধুমাত্র আপনাদের ভালবাসার ফলসুত্যিতে আমার টিউনগুলো করা হয়।নতুবা, বিনা স্বার্থে এমনভাবে কেউ সময় নষ্ট করে ? আপনারাই বলুন। 😉 যাই হোক আর ভূমিকা না বাড়িয়ে মূল প্রসঙ্গে চলে আসি।আমি যেই সফটও্য়্যার এর সাথে এখন আপনাদের পরিচয় করিয়ে দিতে যাচ্ছি এটির নাম হচ্ছে- Cambridge Advanced Learner’s Dictionary।এটি কিন্তু আপনার আমার সংগ্রহে থাকা ডিকশনারিগুলোর মত নয়।সফটওয়্যারটির কিছু বৈশিষ্ট নিন্মে দেওয়া হল তাহলেই বুঝতে পারবেনঃ-
১.সফটও্য়্যারটির সাইজ-521MB এবং এটি রেজিঃফুলভারশন।ব্যবহারের জন্য নেট এর প্রয়োজন নেই।
২.এটি দ্বারা আপনি যা পারবেন- British English & american english spelling Test, 3Dসাউন্ড,Male,Female এর স্পষ্ট ভয়েস।
৩.আপনার ভয়েস রেকড করে UK,US এর সাথে মিলিয়ে নিতে পারবেন।এবং শুধরে নিতে পারবেন আপনার ইংরেজি উচ্চারন।
৪.ছবি দেখে তার সঠিক Word সহকারে শিখতে পারবেন,এতে করে আপনার ভোকাবলারিগুলো সমৃদ্ধ হবে।
৫. সুন্দরভাবে Exercises গুলো করতে পারবেন।বিভিন্ন স্টাডি পেইজ এর মাধ্যমে স্টাডি করতে পারবেন।
৬.নাউন,প্রনাউন,সহ বিভিন্ন ধরনের ফিচার পাবেন।
➡ ➡ ➡ ➡ ➡ ➡
এখন সরাসরি কাজের ধাপ Screen Short সহ দেখানো হলঃ-
১.প্রথমে এই খান থেকে সফও্যারটি ডাউনলোড করে নিন- Download
২.Extract All দিয়ে জিপটি খুলে নিন নিন্মের ছবিটির এর মত-
৩.এখন setup.exe তে ক্লিক করে ইন্সটল করুন।নিন্মে দেওয়া হল।এগুলো আশা করি পারবেন।
৪.এখন একটি জিনিস মনে রাখবেন সফওয়্যারটির ব্যাকাপ ফাইল মানে আপনি যেখান থেকে এখন ইন্সটল করছেন সেখান থেকে কোথাও মুভ করবেন না তাহলে কিন্তু সাউন্ড পাবেন না ডিকশনারিতে।
৫.যেকোন একটি শব্দ লিখে- চিত্রে ১ য়েখারে রয়েছে(মাইক-রেকড)সেখানে ক্লিক করুন।এবার ২-UK এবং ৩ এ US ভয়েসে উচ্চারন শুনতে পারবেন।৪ নং এ রেকড মানে আপনার ভয়েস রেকড করে দুইটা সাথে মিলাতে পারবেন।এজন্য অবশ্যই আপনার ডেক্সটপে মাইক্রোফোন সংযোগ থাকতে হবে।নতুবা হবে না।আর লেপটপে কিছু লাগবে না।
৫.এখানে আপনি ছবি দেখে দেখে শব্দ শিখতে পারবেন।১- এ ক্লিক করুন এবং ২ নং এ স্কল ধরে নিচে নেমে নেমে দেখুন।
৬.এথানে সহজে কিভাবে প্রাকটিকস করবেন সেটা দেখানো রয়েছে-চিত্রে১ এ এক্সারসাইজ এ ক্লিক করুন।তারপর চিত্রে-৩ এ যে পশুটির দেখতে পাচ্ছেন সেটির চিত্রে২ এ ক্লিক করুন দেখবেন এবাবে অনকে নতুন শব্দ ভান্ডার সংযুক্ত হবে আপানার মস্তিকে।
৭.স্টাডি পেইজ এর মাধ্যমে স্টাডি চালিয়ে যেতে পারবেন।যা IELTS এর জন্য বড়ই সহায়ক হবে।
৮.এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরি ভাবে ও সাচ করতে পারবেন।
ও আর হা,সরাসরি যদি স্কাইপিতে বিদেশি বন্ধুদের সাথে কথা বলে বলে ইংরেজি প্রাকটিকস করতে চান তাহলে-
তবে এখানে ক্লিক করুন-Click here
বিদেশি বন্ধুদের সাথে কিভাবে কনভারসিশন করতে হবে এই নিয়ে আমার পূর্বের টিউনটি দেখুন- Click hare
আশা করি কিছুটা ধারনা দিতে পেরেছি।টাইপিং জনিত কারনে শব্দের ভূল-ভ্রান্তীগুলেো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।কোন ধরনের সমস্যা টিউমেন্টস জানাবেন।যাদের টিটিতে আইডি নেই তারা ফেইসবুকে আমাকে ম্যাসেজ করে জানাবেন।
পরিশেষে যদি টিউনটি ভাল লাগে ধন্যবাদ জানাতে fb ভূলবেন না যেন। পিঃ ফিঃ 😛
টেকটিউনস এর সাথেই থাকুন এবং আমার পরবর্তী টিউনে চোখ রাখুন।আল্লাহ হাফেজ।
যেকোন সহযোগীতায় বিনা দ্বিধায় আপনার প্রশ্ন জিঞ্জাসা করুন-
– রাহাত খান তাফসির। 🙂
অব্যাহত রাখুন।