আসসালামু আলাইকুম।আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।আমি trick bd তে সম্পূর্ন নতুন পোষ্টটি সুন্দর করে  উপস্থাপন করতে পারব না, তাই আমি আগে থেকেই ক্ষমা পার্থী।

আমরা সাধারনত যারা কম্পিউটারে ভয়েস রিডারগুলো দেখি সেগুলো হচ্ছে রোবটিক্স ভয়েস রিডার।যা আমাদের বোধ্যগম্য হয় না।আমি এখন একটি সত্যিই অসাধারন ফুল ভাসন ভয়েস রিডার সফটয়্যারটি আপনাদের মাঝে নিয়ে এসেছি, আমার কিছু  মডিফাই রয়েছে সফটওয়্যারটিতে।

সফওয়্যারটির বৈশিষ্টঃ-

* আপনি খুব সহজই সুন্দর বোধগম্য উচ্চারনে, ইংরেজী যে কোন লেখা পড়তে পারবেন,
*নিজে টেক্সট লেখে লেখে শুনতে পারেবন থ্রিডি সুন্দর সাউন্ডিং ভয়েস এর মাধ্যমে।
*এই সফটয়্যার দিয়ে যে কোন টেক্সট(MS Word, Webpage, PDF files) শুনতে ত পারবেনই  আবার এমপি-৩ তে কনভাট করতে পারবেন।
*এখানে স্পিড লেভেল কম অথবা বেশী করে করে শুনতে পারবেন।
*দুইটি ভয়েস (US,UK)Male ও Female পাবেন।
*যে কোন স্ক্যান করা কপি ৯৯% ভাগ সঠিকতায় আপনাকে পড়ে শুনাবে।

সুতরাং আর দেরী না করে 370Mb এর সফটয়্যারটি ডাউনলোড করে নিজে নিজেই ইংরেজী শিখুন।এটা কিন্তু একটি ফুল ভাসন সফটয়্যার।এর নিদিষ্ট কোন Expiration date নেই যতদিন খুশি ততদিন ব্যবহার করা যাবে।একাধিক কম্পিউটারে ব্যবহার যোগ্য।

 

আমার মনে হয় আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই।

সফট্যারটি ডাউনলোড করতে নিচে ক্লিক করুন

এখানে ক্লিক করুন

৩৭২ মেগাবাইট।ফাইলটি .rar করা রয়েছে।

পাসওয়াড দেওয়া রয়েছে যা-

pass:12580000

 

চিত্র সহকারে কাজের ধাপঃ-

Rar Install করুন।যাদের নেই সফটওয়ারটি- এখানে ক্লিক করুন Rar ডাউনলোড করতে।

১.Open করে-kate547136988c.exe এবং NAsetup95_original.exe এই দুইটি ইন্সল করুন।পাসওয়াড চাইলে এটা দিন-12580000

1

২.

২

৩.তারপর ➡

৩

 

 

 

 

 

 

 

৪.এই সিরিয়াল(F2GN-B8R0-NING-YXV7) নম্বরটি প্রবেশ করান।

4

৫.এখানে সিলেট করুন Natural Voice Kate.এবং স্পিড ০ করে দিন।এবার play করে শুনুন।নিজে যে কোন লেখা লেখে অথবা কপি করে paste (Ctrl+v)করে শুনতে পারেন।এবং পোনাংসিয়েশন ঠিক করতে পারেন।৫

৬.মাইক্রোসফট ওয়ার্ডে  যদি  কোন ইংরেজী লেখা পড়তে চান তাহলে add-Ins> settings>natural Voice Kate>speed 0>ok

৬

 

 

 

 

 

 

 

 

 

৭.সর্ব শেষে এখন উপরের playবাটমটিতে ক্লিক করলেই দেখবেন হলুদ মার্ক করে করে আপনাকে পড়ে পড়ে শুনাবে।এতে করে আপনার ইংরেজী ভাষার সঠিক প্রোনাংসিয়েশন শিখতে পারবেন।

 

৭

 

 

 

 

 

 

 

 

 

-সমাপ্ত

 

এতক্ষন ধর্য্য সহকারে  থাকার জন্য ধণ্যবাদ।আমার সকল কষ্ট স্বার্থক হবে যদি আপনি এর মাধ্যমে সামন্যতম উপকৃত হন তবে।যেকোন সমস্যা/পরমর্শের জন্য আমাকে ম্যাসেজ করতে পারেন।

Facebook-ফেইসবুকে আমি

? Take care. Have a good day friends.

22 thoughts on "সফটওয়্যার এর সাহায্যে ইংরেজীতে নিজেকে দক্ষ করতে চান?নিজের speaking&listening লেভেল বাড়াতে চান? তাহলে এই টিউনটি আপনার জন্যেই।"

  1. Salman Abir Munna Author says:
    অনেক সুন্দর পোস্ট।চালিয়ে জান
    1. রাহাত খান Author Post Creator says:
      ধন্যবাদ কমেন্ট করার জন্য।
  2. ইমরুজ Legend Author says:
    খুব ভালো লিখেছেন।
  3. রাহাত খান Author Post Creator says:
    ধন্যবাদ কমেন্ট করার জন্য।
    1. রাহাত খান Author Post Creator says:
      কমেন্ট এর জন্য ধন্যবাদ।
  4. Neymar Jr Contributor says:
    caliye jao bro
    1. রাহাত খান Author Post Creator says:
      কমেন্ট এর জন্য ধন্যবাদ।
  5. Mahdi Hasan Contributor says:
    Continue bro……..
    1. রাহাত খান Author Post Creator says:
      কমেন্ট এর জন্য ধন্যবাদ।
  6. Naim sdq Author says:
    XP

    হুম ভাই দারুন হয়েছে।
    Grammar & Spelling check টি Office 7,10 এর ভাল।

    1. রাহাত খান Author Post Creator says:
      কমেন্ট এর জন্য ধন্যবাদ।
  7. Biplop Contributor says:
    ভাই ইংরেজি থেকে বাংলা করতে পারবে না???
    1. রাহাত খান Author Post Creator says:
      না
  8. hasan12 Contributor says:
    vai sudu pc k no
    mobile userder jonno valo kono english app suggest korun please
    1. রাহাত খান Author Post Creator says:
      সাথে থাকুন করব পরবর্তীতে।
    2. hasan12 Contributor says:
      ok oppekkai roylam
    1. রাহাত খান Author Post Creator says:
      কমেন্ট এর জন্য ধন্যবাদ।

Leave a Reply