Site icon Trickbd.com

[Chemistry’s Easy Tricks] রসায়নের সক্রিয় ও কিছু প্রয়োজনীয় মৌল মনে রাখার সহজ উপায়।

Unnamed

আসসালামু আলাইকুম.
সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।

? রসায়নের সক্রিয় ও কিছু প্রয়োজনীয় মৌল মনে রাখার সহজ উপায়। ?

আজকে আমি আপনাদের কিছু রসায়নের মৌল মনে রাখার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি।যে মৌলগুলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপুর্ন তা নিয়ে আলোচনা করবো।

বিঃদ্রঃ এরকমের আরেকটি পোস্ট ট্রিকবিডিতে আছে কিন্তু সেখানে শুধু সক্রিয় মৌল নিয়ে বলা হয়েছে।আজকে আমি আরো কিছু মৌল নিয়ে হজির হলাম।
চলুন শুরু করি,

✈সক্রিয় সিরিজের মৌলগুলো মনে রাখবেন যেভাবে:✈ লিটন কে না কে ম্যাগাইভার এলো যেনো ফিরে সুসমিতাকে পাবে হায় কুলাঙ্গার হাজী আজ পিটাবে আমায়।
এখানে,
লিটন-লিথিয়াম(Li)

কে-পটাশিয়াম(K)

না-সোডিয়াম(Na)

কে-ক্যালসিয়াম(Ca)

ম্যাগাইভার-ম্যাগনেসিয়াম(Mg)

এলো- এলোমিনিয়াম(Al)

যেনো-জি্ংক(Zn)

ফিরে -আয়রন(Fe)

সুস্মিতাকে-টিন(Sn)

পাবে-লেড(Pb)

হায়-হাইড্রোজেন(H)

কুলাঙ্গার -কপার(Cu)

গাজী-মার্কারি(Hg)

আজ-সিলভার(Ag)

পিটাবে-পিটাবে(Pt)

আমায়-গোল্ড(Au)

সক্রিয় মৌল শেষ।

এবার অন্য কিছু মৌল শিখি।
মনে রাখার উপায:✈
হায় হেসে লিজার বিয়ে বাটিতে কাবাব নেই ওমর ফারুক নীচে নামলো মেঘ এলো সিমা পালালো সাগর কলা আর কমলা কেলিয়ে।

এখানে,

হায়-হাইড্রোজেন(H)

হেসে-হিলিয়াম(He)

লিজার-লিথিয়াম(Li)

বিয়ে-বেরিলিয়াম(Be)

বাটিতে-বোরন(B)

কাবাব-কারবোন(C)

নেই-নাইট্রোজেন(N)

ওমর -অক্সিজেন(O)

ফারুক-ফ্লোরিন(F)

নীচে-নিওন(Ne)

নামলো-সোডিয়াম(Na)

মেঘ-ম্যাগনেসিয়াম (Mg)

এলো-এলোমোনিয়াম(Al)

সিমা-সিলিকন(Si)

পালালো-ফসফরাস(P)

সাগর-সালফার(S)

কলা-ক্লোরিন(Cl)

আর-আরগন(Ar)

কমলা-পটাশিয়াম(K)

কেলিয়ে-ক্যালসিয়াম(Ca)

আশা করি সবাই বুজতে পেরেছেন।না বুজলে কমেন্ট করুন,বোজানোর চেস্টা করবো।
ভালো থাকুন সবাই।
ফেসবুকে আমি::✈ Mahm Sohel