কেমন আছেন সবাই। আশাকরি আল্লাহতা*লার রহমতে সবাই ভাল আছেন।
আমি মাসুদ। আজ আমি একটা নতুন ট্রিক দিব।আমরা যারা ছাত্র আছি তাদের কাছে অনেক পড়া অনেক কঠিন লাগে।যা শিখতে অনেক পরিশ্রম লাগে। আমি আজ এরকম একটি ট্রিকস দিব যার সাহায্য অনেক সহজে যে কোন কঠিক পড়া সহজে আয়ত্তে আসবে।জ্ঞানী লোকে বলে “যে কোন পাঠ পড়ে শিখার চেয়ে শুনে শিখলে তা বেশি মনে থাকে”.
আসলে কথাটি অনেকটাই সত্তি।যা এখন আমি বুজতেসি।একটা উদাহরণ দেওয়া যাক। আমরা যখন sir দের বলা কোন গল্প শুনি তা সহজে আমাদের মনে থাকে।আর যদি অই গল্প টা নিজে পড়ি তাহলে আমি কিন্তু সে ভাবে গল্পটি বুজতে পারব না।
আমি একটি অ্যাপ এর সাথে পরিচয় করে দেব।যা সবার ফোনে আছে।এপ টি হচ্ছে voice recorder.
করনীয় কাজ
প্রথমে আপনে আপনার voice recorder app টি চালু করেন।এবং আপণার বই থেকে আপনার পড়া টি বের করেন।
এখন আপনে আপনার পড়াটি নিজে পড়ে তা রেকড করেন।
দেখবেন কিছুসময়ে আপনার পড়া টি আপনার মাথায় ডুকে পড়বে।এটি আপনে ছোট খাট কাজ করার সময় ব্যবহার করতে পারেন।
এভাবে আমি নিজে পড়ি। এবং যে কোন পড়া সহজে আমি শিখতে পারি।এখন আপনি নিজে ট্রাই করে দেখেন।ট্রিকটি কাজ করে কি না।
কিছু কথা
আমরা Android phone use করতে অনেক সমস্যায় পরি।কিন্তু ঠিক সময়ে কি করলে সমস্যা থেকে পরিত্রান পাব তা জানিনা। এজন্য আমরা একটি fb group খুলছি। যা আপনাকে অনেক সাহায্য করবে। তাই পোস্ট টি ভাল লাগলে আমাদের গ্রুপে জয়েন করার জন্য অনুরোধ করছি। free facebook link Trick Share Bd
facebook link Trick share Bd
পাশে থাকুন পাশে থাকব…
কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
সবাইকে পোষ্টি পড়ার জন্য ধন্যবাদ। সকলেই ভালো থাকুন।
face book এ আমি