Site icon Trickbd.com

যেকোন বিষয়ের প্রাইভেট পড়াবে আপনার Android ফোন……….[for HSC students]

Unnamed

প্রথমে আমার সালাম নিবেন। আশা করি সবাই ভালোই আছেন।

আজকের পোষ্টটি হচ্ছে কিভাবে Android ফোনকে লেখা-পড়ার কাজে লাগানো যায়।
আমরা সবাই কোন না কোন বিদ্যালয়ে,কলেজে লেখাপড়া করি। কিন্তুু বিদ্যালয়ের লেখাপড়া সহজ করার জন্য অনেকে বিভিন্ন কোচিং বা প্রাইভেট পড়ি। এজন্য অর্থের প্রয়োজন হয়।

আমাদের প্রায় সবারই Android ফোন আছে। আর এই Android ফোনই আমাদের ভালো ছাত্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করতে পারে।

HSC শিক্ষার্থী দের জন্য রয়েছে ইউটিউব এ অনেক Channel এসব channel এ রয়েছে বিভিন্ন বিষয়ের ক্লাস ভিডিও। এমনই একটি youtube channel হলো “Onnrokom Pathsala”

এই channel এ রয়েছে HSC শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিষয়ের উপর ক্লাস ভিডিও। যা আপনাকে যেকোন বিষয় পড়তে অনেক অনেক সাহায্য করবে। এদের ভিডিও গুলো আপনাকে যোকোন বিষয় সহজেই বুঝিয়ে দিবে। আর সবকিছু বুঝলে তো আর প্রাইভেট পড়ার প্রয়োজনই নেই।
এক্ষেত্রেও অর্থের প্রয়োজন হবে। কিন্তু পরিমানে অল্প যা আপনার অর্থ অনেক পরিমানে বাচাবে।

Onnorokom pathsala channel এর কিছু ভিডিও এর ss














তো এসব ভিডিও গুলো পেতে Youtube এ “onnorokom pathsala” লিখে সার্চ দিন। অন্যরকম পাঠশালা channel এ যে বিষয়ের ভিডিও লাগবে সেগুলো download করে দেখুন।
অবশ্যই কাজে আসবে।

সবশেষে আমার এক ভাইয়ের কথা বলি যে “অন্যরকম পাঠশালা” এর নির্দিষ্ট কিছু বিষয়ের ভিডিও দেখে কোন প্রাইভেট পড়ার প্রয়োজনমতা মনে করে নি। সে এসব ভিডিওগুলো দেখে অনশীলন করত। তার HSC পরীক্ষার রেজাল্ট A+. সে এখন Ruet এর প্রথম বর্ষের ছাত্র।

সবশেষে কোথাও ভুল হলে ক্ষমা করবেন কারন ক্ষমা করা মানুষের মহৎ গুন। সবাইকে ধন্যবাদ