Site icon Trickbd.com

মাল্টিমিডিয়ায় দেখানোর জন্ন্য যে কোনো ক্লাসের পাঠ নিজেই ডাওনলোড করুন[যাদের ক্লাসে মাল্টিমিডিয়া ক্লাস হয়]

Unnamed

আসসালামু আলাইকুম


কেমন আছেন সবাই?আশা করি ভাল আছেন!অনেকদিন পর লিখতে বসলাম!
আজকে আমি এক্টি ভিন্ন ধর্মী পোষ্ট নিয়ে হাজির হয়েছি!বর্তমান সরকার প্রতিটি উপজেলায় এক্টি করে “শেখ রাসেল ডিজিটাল ল্যাব ” দিয়েছে!সেখানে Laptop,Computer,Wifi router সহ সব উপকরণ দিয়েছে!আর এসব দেওয়ার কারণ হলো স্কুলে ক্লাস করার সময় মাল্টিমিডিয়া ক্লাস নেওয়া!কিন্তু সমস্যা হচ্ছে আমাদের স্যারগুলো ক্লাস করানোর জন্ন্য পাঠ বানাতে পারেনা!তাই তারা বিভিন্ন কম্পিউটার এর দোকানে গিয়ে এসব লোড করে আসে! আপনি এক্টা ম্যাজিক দেখিয়ে দিলে কেমন হয়?যদি আপনি নিজেই পাঠগুলো ডাওনলোড করে ক্লাসে দেখান! আমি দেখাব কিভাবে মাল্টিমিডিয়া ক্লাসের পাঠগুলো ডাওনলোড করবেন?

এবার কাজের কথাই আসি:


পাঠগুলো ডাওনলোড করার জন্ন্য প্রথমে আপ্নাকে এক্টা ওয়েব সাইটে যেতে হবে!
এখান থেকে যান [Use chorme browser]

যাওয়ার পর ডান পাশের থ্রী ডট এ ক্লীক করুন!
তারপর

এবার স্কুলের ধরণ সিলেক্ট করুন

এবার যে বিষয়ের পাঠ ডাওনলোড করতে চান সেইটা সিলেক্ট করুন

এবার ক্লাস সিলেক্ট করার জন্ন্য এখানে ক্লিক করুন:

এবার ক্লাস সিলেক্ট করুন

এবার পাঠ দেখে দেখে ইচ্ছেমত ডাওনলোড করে নিন

ডাওনলোড করার পর স্কুলে নিয়ে গিয়ে নিজেই পাঠগুলো স্কুলে দেখান!আপনি চাইলে পাঠগুলো ইডিট করতে পারবেন!এরজন্ন আপনাকে পিসি আর Powerpoint Software টা লাগবে!

আজ আর নয় দেখা হবে পররবর্তী পোষ্টে! ততদিন পর্যন্ত সাথেই থাকুন!

.
.

Post Credit:Sabbir