সবাই কেমন আছেন ।আশা করি ভালো আছেন ।আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হল “সৌর জগতের জ্যোতিষ্ক ” ।
আসুন শুরু করি
আমরা জানি ,মহাকর্ষ বলের প্রভবে কতোগুলো জ্যোতিষ্ক সূর্যের চারদিকে নিদির্ষ্ট সময়ে নিদির্ষ্ট কক্ষ পথে পরিক্রমণ করছে ;এদের গ্রহ বলা হয়।
সৌর জগতে গ্রহের সংখ্যা ৮ টি ।আসুন তাদের সর্ম্পকে বিস্তারিত জেনে নিই ::
বুধ(mercury)
*আবস্থান ও আকার :এটি সৌরজগতের সবচেয়ে ছোট ও প্রথম গ্রহ ।
*আয়তন :৭৪৮০০ বর্গ কিমি
*ব্যাস :৪৮৫০ কিলোমিটার
*সূর্য থেকে দূরত্ব :৫.৮ কোটি কিমি
*সূর্যকে একবার প্রদক্ষিণে সময় :৮৮ দিন
*উপগ্রহ :নেই
*এছাড়া :এর ওজন পৃথিবীর ৫০ ভাগের তিন ভাগ
শুক্র(venus)
*আবস্থান :২য়
*আয়তন :৪৬০২৩০০০ বর্গ কিমি
*সূর্য থেকে দূরত্ব :১০.৮ কোটি কিমি
*সূর্যকে একবার প্রদক্ষিণে সময় :২২৫ দিন
*উপগ্রহ :নেই
পৃথিবী(Earth)
*আবস্থান :৩য় ।
*আয়তন :৫১০১০০৪২২ বর্গ কিমি
*ব্যাস :পূর্ব পশ্চিমে ১২৭৫২ কিমি ও উত্তর দক্ষিণে ১২৭০৯ কিমি
*সূর্য থেকে দূরত্ব :১৫ কোটি কিমি
*সূর্যকে একবার প্রদক্ষিণে সময় :৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মি ৪৭ সেকেণ্ড ।
*উপগ্রহ :১টি ,যথা চাঁদ ।
*এছাড়া : এর গড় তাপমাত্রা ১৩ .৯০ ডিগ্রি সেলসিয়াস
মঙ্গল(mars):
*আবস্থান :৪র্থ
*আয়তন :১৪৪৭৯৮৫০০ বর্গ কিমি
*ব্যাস :৬৭৭৯ কিমি
*সূর্য থেকে দূরত্ব :২২.৮ কোটি কিমি
*সূর্যকে একবার প্রদক্ষিণে সময় :৬৮৭ দিনে
*উপগ্রহ :দুটি ।যথা : ডিমোস ও ফেবোস ।
বৃহস্পতি(Jupiter)
*আবস্থান ও আকার :এটি সৌরজগতের বৃহত্তম ও ৫ম ।
*আয়তন :৬১৪১৯০০০০০০ বর্গ কিমি
*ব্যাস :১৩৯৮২২ কিমি
*সূর্য থেকে দূরত্ব :৭৭.৮ কোটি কিমি
*সূর্যকে একবার প্রদক্ষিণে সময় :১২ বছর
*উপগ্রহ :মোট ৬৭ টি ।তার মধ্যে প্রধান ৪টি ।যথা: লো , ইউরোপা , গ্যানিমেড ও ক্যাপলিস্টো ।
আজ এ প্রর্যন্ত ।আগামী পর্বে সূর্য ও বাকি গ্রহগুলোর প্রয়োজনীয় তথ্য দিব ।কোনো সমস্যা হলে বলবেন ।উত্তর দেওয়ার চেষ্টা করব ।