Site icon Trickbd.com

জেনে নিন সৌরজগতের জ্যোতিষ্ক গুলো সর্ম্পকে প্রয়োজনীয় কিছু তথ্য(পর্ব-২)

Unnamed

সবাই কেমন আছেন।আশা করি ভালো আছেন ।আমিও আপনাদের দোয়াই ভালো আছি ।যে টপিক নিয়ে আমরা কথা বলতেছিলাম সেটা হল সৌরজগত এর জোতিষ্ক ।গত পর্বে আমরা সৌরজগতের ৫ টি গ্রহ নিয়ে আমরা জেনেছিলাম ।আজ আমরা সূর্য ,গ্রহাণুপুঞ্জ ও বাকি ৩ টি গ্রহ নিয়ে আলোচনা করব ।আসুন শুরু করি :
প্রথমে

সূর্য



সৌরজগতের সকল গ্রহ ও উপগ্রহের নিয়ন্ত্রক হলো সূর্য ।সূর্য পৃথিবী অপেক্ষা ১৩ লক্ষ গুণ বড় ।পৃথিবী থেকে এটি প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরে অবস্থিত ।এর ব্যাস ১৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার ।সূর্যের উপরিভাগ এর উষ্ণতা ৫৭ হাজার ডিগ্রি সেলসিয়াস ।এর কোনো কঠিন বা তরল পদার্থ নেই ।শতকরা ৫৫ ভাগ হাইড্রোজেন ,৪৪ ভাগ হিলিয়াম এবং ১ ভাগ অন্যান্য গ্যাসে সূর্য গঠিত ।।সূর্যের মাঝে মাঝে যে কালো দাগ থাকে তাকে সৌরকলঙ্ক বলে ।সূর্য প্রায় ২৫ দিনে নিজ অক্ষের ওপর একবার আবর্তন করে ।

গ্রহাণুপুঞ্জ


মঙ্গল ও বৃহস্পতির মাঝের পরিসরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহাণু একত্রে পুঞ্জীভূত হয়ে ঘুরছে ।এই পরিসরে আর কোনো গ্রহ নেই।১.৬ কিমি থেকে ৮০৫ কিলোমিটার ব্যাস সম্পন্ন গ্রহাণুগুলোকে একত্রিতভাবে গ্রহাণুপুঞ্জ বলে ।

শনি(saturn)



*আবস্থান ও আকার :এটি সৌরজগতের ২য় বৃহত্তম গ্রহ ও এর অবস্থান ৬ তম ।
*আয়তন :৪২৭০ কোটি বর্গ কিমি
*ব্যাস :১১৬৪৬৪ কিমি
*সূর্য থেকে দূরত্ব : ১৪৩ কোটি কিমি
*সূর্যকে একবার প্রদক্ষিণে সময় :২৯ বছর ৫ মাসে ।
*উপগ্রহ : মোট ৬২ টি ।তার মধ্যে প্রধান ৪টি ।এগুলো হল ক্যাপটাস ,টেথিস ,হুয়া ,টাইটান |

ইউরেনাস(uranus)



*আবস্থান ও আকার :এটি সৌরজগতের ৩য় বৃহত্তম গ্রহ ওএর অবস্থান ৭ ম ।
*আয়তন : প্রায় ৩২৬৪৬৪২৭০০৮ বর্গ কিমি
*ব্যাস : ৪৯ হাজার কিমি
*সূর্য থেকে দূরত্ব :২৮৭ কোটি কিমি
*সূর্যকে একবার প্রদক্ষিণে সময় :৮৪ বছর
*উপগ্রহ :মোট ২৭ টি ।

নেপচুন(neptune)



*আবস্থান ও আকার :এর অবস্থান ৮ম ।
*আয়তন : ১৭৬১৮৩০০০০০ বর্গ কিমি
*ব্যাস : ৪৯২৪৪ কিমি
*সূর্য থেকে দূরত্ব :৪৫০ কোটি কিমি
*সূর্যকে একবার প্রদক্ষিণে সময় :১৬৫ বছর
*উপগ্রহ :মোট ১৪ টি ।
তো সৌরজগত সর্ম্পকে ধারনা পেলেন ??আশা করি পেয়েছেন ।আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের কাছে আরো অনেক কিছু নিয়ে আসতে পারি
*ধন্যবাদ সবাইকে *