ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়ে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হলো আজ।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী, আর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন।
যা গত বছরের পাসের হারের থেকে কম। তবে এবার বেড়েছে জিপিএ ফাইভের হার।
এদিকে যাদের পরিক্ষার রেজাল্ট আশানুরুপ হয় নি তাদের জন্য ফল পুনঃনিরীক্ষণের সুযোগও রয়েছে।
সরকারি মোবাইল অপারেটর টেলিটক থেকে আগামী ৭ থেকে ১৩ মে পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।
আর এই ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে আপনাকে ম্যাসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইযেন্টিফিকেশন নম্বর) দেওয়া হবে।
আবেদন করতে ইচ্ছুক থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে।
যেসব বিষয়ের দু’টি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে যে সকল বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে দু’টি পত্রের জন্য সমপরিমাণ মোট ২৫০ টাকা ফি কাটা হবে।
একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখে তারপরে এসএমএস পাঠাতে হবে।
আশা করি এই পদ্ধতি অনুশরন করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন সঠিক ভাবে সম্পূর্ন করতে পারবেন।
ধন্যবাদ সকলকে।