প্রিয় বন্ধুরা কেমন আছেন???
যাই হোক,,, ইন্টার পড়ুয়া স্টুডেন্টদের জন্য অনেক এপস আছে বিশেষ করে ICT র গাইড লাইন হিসেবে।।। এর অনেকগুলোই আমি ইউস করেছি।।।কিন্তু কোনটাই আমার অত ভাল লাগে নি যতটা ভালো লেগেছে শূণ্য কমিউনিটির Interactive ICT…আশা করি এপটা আপনাদের ভালো লাগবে।।।এপটা তে সংক্ষিপ্তভাবে মেইন টপিক গুলো অত্যন্ত সুন্দর ভাবে বুঝানো হয়েছে।
এপটার কিছু স্ক্রিনশট :::
এপটির সব থেকে ভাল ফিচার হলো,,, এদের শূণ্য কমিউনিটি নামে একটা কমিউনিটি আছে,,, যে কোন প্রবলেমে সেই কমিউনিটি থেকে হেল্প নিতে পারবেন। তবে এর জন্য আপনাকে নির্দিষ্ট প্যাকেজ কিনতে হবে।।।
এছাড়া এর একটা মজার বিষয় হলো,,,লজিক গেইট গুলো এনিমেশন আকারে আসে,,যা দেখতে বেশ মজা লাগে 😉 এই ফিচার টি আপনার নজর কাড়বে
আশা করি এপটা আপনাদের ভাল লাগবে।।। এর আরো অনেক ফিচার আছে যা নিজেরা ইউস করতে করতে ই বুঝে যাবেন।।।