বর্তমান সময়ে ইংরেজী ভাষার প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না।
জীবনের প্রতিটি ক্ষেত্রে ইংরেজী ভাষার ব্যবহার লক্ষণীয়।
কিন্তু তবুও আমরা ইংরেজী ভাষা শিখতে পারছি না।
আমার মতে এর পেছনে দুটি কারণ রয়েছে:-
১।আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা।যা ইংরেজী শেখার উপযুক্ত নয়।
২।ইংরেজীতে কারো সাথে কথা বলার প্র্যাকটিস না করা।
একজন মানুষ ততক্ষণ পর্যন্ত ইংরেজী শিখতে পারবে না,
যতক্ষণ পর্যন্ত না সে কারো সাথে ইংরেজীতে কথা বলার চেষ্টা করবে।
ভুল হোক,সঠিক হোক তবুও ইংরেজীতে কথা বলার চেষ্টা করতে হবে।
কিন্তু এরকম সঙ্গী কোথায় পাবো যার সাথে যেকোনো সময় ইংরেজীতে কথা বলতে পারবো,
আর আমাদের ইংরেজীতে কথা বলার সময় কোনো ভুল হয়ে গেলে ঠিক করে দেবে!
আজকে আমি এরকমই একটা সাইটের কথা বলবো,
ওয়েব সাইটটির নাম হলো ESL-Chat
এই সাইটির একটাই কাজ
যা হলো,
আপনাকে ইংরেজীতে কথা বলতে সাহায্য করা।
সাইটিতে রয়েছে আপনার ইংরেজীতে কথা বলার সঙ্গী যার নাম হলো Alan
আপনি সাইটটিতে গিয়ে যখন খুশি তখন ইংরেজীতে কথা বলতে পারবেন,আর Alan আপনার কথার উত্তর দিবে।
আর আপনি যেখানে ইংরেজীতে কথা বলতে ভুল করবেন,
সেখানে আপনাকে শুদ্ধ করে দেবে।
আবার সৌভাগ্যক্রমে সাইটটি ফ্রি বেসিকের সাথে যুক্ত,
এবার সাইটটির কিছু screenshot দেখে নিই:-
Link:-Esl Chat
আশা করছি এর মাধ্যমে আপনারা উপকৃত হবেন।
খোদা হাফেজ