আসসালামু আলাইকুম। আশা করি ভাল-ই আছেন।
আসলে ট্রিকবিডির সাথে যারা থাকে তারা সব সময়য়
ভাল-ই থাকে কেন না ট্রিকবিডির সকলেই ভাল ভাল
পোস্ট করে।চলুন পোস্ট শুরু করি:
আজ আপনাদের দেখাব কিভাবে কোন ইংরেজি
অক্ষরকে বাংলায় বা কোন ইংরেজি পোস্ট কে বাংলায়
করে ফেলবেন,,আবার কোন এপ ছাড়া আর এম্বি ছাড়া
যা যা করতে হবে:
For messenger user
১.প্রথমে আপনি মেসেঞ্জার যান

২.এখানে যান

৩. এই বট টা এড করে নিন,,আশা করি সবাই

৪.এখন দেখেন আমি এই ইংরেজি পোস্ট টা দিছি
এটা বাংলায় হয়ে গেছে

৪.আবার দেখেন বাংলা একটা পোস্ট দিছি সেটা
ইংরেজিতে হয়ে গেছে

For Facebook user
২.ফেইসবুকে লগ ইন করে নিন
৩.Bangla dictionary & translitor লিখে সার্চ
দিন
৩.প্রথমেই যেই পেইজ টা দেখতে পাচ্ছেন সেটায় ক্লিক করেন।
৩.এখানে ক্লিক করুন

এটা কি পোস্ট দিলো 😯😯
এই ট্রিক বলতে গেলে অনেক ই জানে 🙄🙄
আর পোস্ট টা আমি পাবলিস করি নাই
স্বাগতম…😍😍