Site icon Trickbd.com

আসুন জেনে নেই কিভাবে বাংলা ,ইংরেজি ,আরবি সাল গণনা শুরু হয়

Unnamed

সবাই কেমন আছেন ।আশা করি ভালো আছেন ।

আজকের টপিক


আমরা নিয়মিত কেলেন্ডার দেখি এবং দিন তারিখ ঠিক করি ।আমাদের দেশে তিন ধরনের ক্যালেণ্ডার প্রচলিত ।যথা বাংলা ,ইংরেজি ,আরবি ।আজকে আমরা জানব কখন এবং কিভাবে এটি শুরু হয় ।বাংলা সাল গনণা শুরুর কাহিনীটা খুবই ইন্টাররেস্টিন ।তাই পড়িয়েন পুড়াটাই ।যেহেতু আমরা ইংরেজিটা বেশি পড়ি তাই ইংরেজি দিয়েই শুরু করলাম ।

ইংরেজি সাল গণনা শুরু


ইংরেজি সালকে দুইভাবে গনণা করা হয়।এর একটা খিষ্টাব্দ আর খিষ্টপূর্ব ।
খিষ্টপূর্ব গণনা শুরু হয় যিশু খিষ্টের জম্মের আগ থেকে ।
আর খিষ্টাব্দ শুরু হয় যেদিন যিশু খিষ্টের জন্মের পর থেকে ।

আরবি


আমাদের নবি ও রাসুল হযরত মুহাম্মদ (সাঃ) যেদিন মক্কা থেকে মদিনায় হিযরত করেন সেদিন থেকে শুরু হয় হিজরি বা আরবি সাল গননা ।

বাংলা


বাংলা সাল গণনার গল্পটা খুবই ইন্টারেস্টিং ।আসুন শুরু করি :
আমরা সবাই সম্রাট আকবর এর নাম শুনেছি ।তিনি যখন আকবর থেকে সম্রাট আকবর হন তার বয়ষ ছিল খুব কম ।তাই তিনি তেমন লেখাপড়া যানতেন না ।তিনি নিজের চেষ্টায় কিছু লেখাপড়া শিখেন বাড়িতে ।তিনি যে লেখাপড়া শিখেন তা ছিল খুব অল্প ।তিনি তখন ভাবলেন এত বড় সম্রাজ্য এত কম লেখাপড়া নিয়ে কিভাবে চালাবেন ।তাই তিনি নয়জন জ্ঞানীকে নিয়ে একটা দল গঠন করেন ।এদের বলা হত নবরত্ন ।এর মধ্যে একজন ছিলেন বিরবল ।তো একদিন সম্রাট তার নবরত্ন দের বলছেন আমার রাষ্ট্রের মানুষ তো চালাক তো আমরা আমাকে কিছু বুদ্ধি দাও যেন আমি তাদের উপর প্রভূত্য দেখাতে পারি ।তখন বীরবল বলল এ রাষ্ট্রের সব লোক তো মূর্খ ।তখন স্রমাট তো খেপে গেল ।তিনি তখন আদেশ দিলেন বিরবলকে যদি সে কালকের মধ্যে প্রমাণ করতে না পার যে এ রাজ্যের সবাই মূর্খ তাহলে তোমাকে সুলে গাথা হবে ।সে বলল ঠিক আছে ।তিনি সম্রাটকে বলবেন ,যারা নিজেকে চালাক মনে করে তাদের কাল রাজদরবারে আসতে বলেন ।সম্রাট ডল পিটিয়ে দিলেন ।তারপরের দিন সকালে বিরবল রাজদরবারের পথের সামনে বসে চরকি কাটতে শুরু করল ।যারাই আসতে দরবারে তারাই জিজ্ঞাসা করতেছে ,আপনি এখানে কি করতেছেন ।এমনকি সম্রাটও ।যখন লোক আশা শেষ হল তখন তিনি রাজ দরবারে ডুকলেন ।তখন সম্রাট তাকে বলতেছে এখন প্রমাণ কর ।সে বলল প্রমাণ তো হয়েগেছে ।সম্রাট বলল কিভাবে ?
আমি ওখানে বসে চরকি কাটছি এটাতো সবাই দেখতে পাচ্ছে তবুও প্রশ্ন করতেছে আমি ঔখানে কি করতেছি ।আরো একটা প্রমাণ আমি দিত পারব ।সম্রাট বললেন কী?
আমরা বাঙালী । আমাদের এখানে কৈঊ আছেন যে বলতে পারবে আজকে বাংলা কত তারিখ ।তখন সম্রাট বলল ঠিক বলেছ ।তাহলে একটা বাংলা বর্ষপুন্জি তৈরি করা হোক ।তখন নবরত্ন এর সবাই মিলে ঠিক করলে আজকের হিজরি সন অনুযায়ি বাংলা সন শুরু করা হয় ।
আজ এ প্রর্যন্ত ।ধন্যবাদ

ভালো লাগলে একটা লাইক & কমেন্ট দেন প্লিজ

Exit mobile version