Site icon Trickbd.com

শিক্ষিত কাকে বলে ?এর সংঙ্গা কী?আসুন বিস্তারিত জেনে নিন

Unnamed


সবাইকে আমার আজকের পোস্ট এ স্বাগতম ।আশা করি সবাই ভালো আছেন ।আপনাদের দোয়াই আমি ভালো আছি ।

আজকের টপিক


আজকে আমরা শিক্ষিত কাকে বলে ,এর সংঙ্গা কি এ ব্যাপারে জানব ।আমি যা জানি তা আপনাদের পুরোপুরি জানানোর চেষ্টা করব ।এরপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন বা আপনি যদি এর চেয়ে বেশি কিছু জানলে কমেন্ট এ বলবেন ।

আসুন শুরু করি


শিক্ষিত কাকে বলে এটার সংঙ্গা মূলত তৈরি বা পরিবর্তন করে থাকে জাতিসংঘ এর ইউনিসেফ ।এ প্রযন্ত তারা বেশ কবার শিক্ষিত এর সংঙ্গা পরিবর্তন করেছে ।
১৯৯০ সালে শিক্ষিত এর সংঙ্গা ছিল যারা নিজের নাম নিজে লিখতে পারে তারা শিক্ষিত ।কিন্তু ২০০০ সালে এসে এটাকে একটু পরিবর্তন করা হল।তখন শিক্ষিত এর সংঙ্গা ছিল শুধু নাম লিখতে পারলে হবে না কি কি অক্ষর নিয়ে নামটা হয়েছে তা উচ্চারণ এবং বলতে পারবে তারাই শিক্ষিত ।এটি ২০০৫ সাল প্রর্যন্ত চলে ।আবার ২০০৫ এ এটি পরিবর্তন করা হয় ।তখন এর সংঙ্গা হয় শুধু নাম লিখতে কিংবা পড়তে পারলে হবে না যেকোনো লেখা রিডিং পড়তে পারলে তাকে শিক্ষিত বলা হবে ।এটি চলতে থাকে 2017 সাল প্রর্যন্ত ।এ সালের শেষ দিকে এটি সম্পূর্ণ রূপে পরিবর্তন করা হয় ।তখন সংঙ্গাটি করা হয় শুধু নাম লিখতে বলতে এবং কোনো কিছু পড়তে পারলে হবে না তাকে ইন্টারনেটের ব্যবহার জানতে হবে তাহলে একজন মানুষ শিক্ষিত ।
এত গেল সংঙ্গা ।
আপনারা জানেন বাংলাদেশের বর্তমানে শিক্ষিতের হার 68% ।তবে এটি 2005 সালের সংঙ্গা অনুযায়ি ।যদি 2017 সালের সংঙ্গা দিয়ে হিসেব করা হয় তাহলে এর হার দাড়াবে 6-7%। কিন্তু এটি দিয়ে বাংলাদেশে বর্তমানে হিসেব শুরু হয়নি কিন্তু জলদি শুরু হবে ।
আপনারা ইন্টারনেট এর ইতিবাচক ব্যবহার করবেন এ আশা রেখে আজকের মত শেষ করছি ।

  • পোস্টি ভালো লাগলে একটা লাইক দিবেন