Site icon Trickbd.com

মৌল এর পারমানবিক ভর মনে রাখুন সূত্রের মাধ্যমে ,না দেখলে মিশ করবেন

Unnamed


সবাইকে আমার আজকের পোস্ট এ স্বাগতম ।আশা করি সবাই ভালো আছেন ।আপনাদের দোয়াই আমি ভালো আছি ।

আজকের টপিক


আজকে আমি আপনাদের কে রসায়ন এর মৌল গুলো মনে রাখার ছোট একটি সূত্র দিব ।রসায়ন এর সবচেয়ে গ্রুরুত্বপূর্ণ বিষয়গুলোতে যে কোনো কাজ করতে গেলে মৌল সূমহের পারমানবিক ভর কাজ এ লাগে ।বিশেষ করে ক্লাস ৯ ও ১০ শ্রেণির রসায়ন বই ৬ ষ্ঠ অধ্যায়ের ১৫০ মত অংকে প্রতেকটিতে আলাদা আলাদা মৌলের পারমানবিক ভর লেগে থাকে ।আপনি বলুন এতোগুলো মুকস্ত করা সম্ভব ।তবে আপনার পক্ষে সম্ভব হতে পারে কিন্তু আমার পক্ষে নয় ।কথায় আছে না প্রয়োজনের কারণে মানুষ সৃষ্টি করে ।তাই আমার মুকস্ত করার প্রয়োজন ছিল তাই আমি তা সহজে মুকস্ত রাখার চেষ্টা করেছি ।বিষয়টি আমাকে ভালো লাগলো তাই আপনাদের কাছে শেয়ার করছি । রসায়নে 118 টি মৌল রয়েছে ।তবে এতোগুলো মনে রাখার দরকার নেই এবং কাজেও লাগে না ।১ থেকে ৩০ প্রযন্ত মৌলের ভর মুকস্ত রাখলে যথেষ্ট ।আসুন এগুলো সহজে মনে রাখার ট্রিক জেনে নিন :
তবে এ ক্ষেত্রে আপনাকে কোন মৌল এর পারমানবিক সংখ্যা মনে রাখতে হবে ।
১ থেকে ২০ এর মধ্যে জোড় সংখ্যার ক্ষেত্রে
(2p) এখানে P = মৌলটির পারমানবিক সংখ্যা ।উদাহরণ : অক্সিজেন (0) এর পারমানবিক সংখ্যা P=8 তাই এর ভর (2p)=2*8=16.
১ থেকে ২০ এর মধ্যে বিজোর পারমানবিক সংখ্যার ক্ষেত্রে
(2p+1)
উদাহরণ : লিথিয়াম (li) এর পারমানিক সংখ্যা ৩ ।
(2p+1)=(2*3+1)=7
তবে ১ থেকে ২০ এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে ।সেগুলো হল :
Nitrogen -যার ভর 14
Arogn- যার ভর 40
Beraliam- যার ভর ৯ ।
clorin-যার ভর 35.5

২১ থেকে ৩০ এর মধ্যে জোড় হলে


(2p+4) এ সূত্র

২১ থেকে ৩০ এর মধ্যে বিজোড় হলে


(2p+5) এ সূত্র ।

ধন্যবাদ আজ এ প্রযন্ত ।
  • পোস্টি ভালো লাগলে একটা লাইক দিবেন