ট্রিকবিডিতে আমার এই প্রথম পোষ্টের শুরুতে সবাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম নিবেন।আশা করি সাহায্যপূর্ণ , বন্ধুসুলভ এবং প্রযুক্তি বিষয়ক অদ্বিতীয় সাইট ট্রিকবিডির সংস্পর্শে সকলেই ভালো আছেন।আলহামদুলিল্লাহ , ট্রিকবিডিতে পোষ্ট করার সুযোগ পেয়ে আমিও ভালো আছি।যেহুতু ফ্রিবেসিকের মাধ্যমেই ট্রিকবিডির সাথে আমার পরিচয় , তাই ফ্রিবেসিক নিয়েই পোষ্ট শুরু করলাম।চলে যাচ্ছি পোষ্টের মূল অংশে।
Motive of the post
আমরা প্রায়ই এমন একটা বিপাকে
পড়ি যে , প্রয়োজনীয় একটা
বাক্য অনুবাদ করতে হবে (B2E
or E2B)।এখন গুগল ট্রান্সলেটর
অ্যাপও নেই বা গুগল
ট্রান্সলেটর সাইট ব্রাউজ
করার জন্য ডাটাও নেই।
এমতাবস্থায় , ফ্রিবেসিক
আপনাকে বিনামূল্যে দিচ্ছে
চরম সুযোগ।তাহলে চলুন
ট্রান্সলেশন।
follow these screenshot
আমি আগেই বলেছি এটা আমার প্রথম পোষ্ট।তাই লেখা বা বুঝানোয় ভুল ভ্রান্তি থাকতেই পারে।আশা করি ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন যাতে পরবর্তীতে সেগুলো সংশোধন করে নিতে পারি।ভালো থাকবেন , সুস্হ থাকবেন , উৎসাহ দিয়ে পাশে থাকবেন।
যে কোন প্রয়োজনে আমাকে ফেসবুকে পাবেন।
খোদা হাফেজ