আসসালামু আলাইকুম!
কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালো আছেন,,,
……….কিছু জানলে শেয়ার করতেই ভাল লাগে,,,
ভাই অনেক কষ্ট করে লিখছি
শুরু করা যাক,,,
তো আজকে গণিতের একটি ম্যাজিক শিখে নিন..
ক্যালকুলেটরের চেয়ে দ্রুত গণনা করার
টেকনিক’টা জেনে নিই। মন দিয়ে একবার পড়ুন।অনেক কাজে আসবে,,,
.
আপনাকে যদি বলা হয়
৩২×১১ = কত?
.
ক্যালকুলেটর ছাড়া কতক্ষণ লাগবে বলুন?
.
.
.
চলুন মাথার মধ্যেই করে ফেলিঃ-
.
এখানে,
৩+২=৫
এই ৫ কে বসিয়ে দেন ৩২ এর
মাঝখানে, পাওয়া গেলো ৩৫২ এইটাই
আপনার উত্তর।
.
.
আবার,
৪৪x১১=?
একই ভাবে,
৪+৪= ৮ বসিয়ে দেন ৪৪ এর
মাঝখানে ৮।
পেয়ে গেলেন ৪৮৪ আপনার উত্তর।
একই ভাবে,
৮১x১১ = ? (৮+১=৯)
অতএব ,
৮১x১১=৮৯১।
======================
কিন্তু আপনাকে যদি
বলে,
৮৫x১১ = কত?
এখানে একটু সমস্যা আছে,
৮+৫ =১৩
এখানে,
কিন্তু ১৩ মাঝখানে বসিয়ে দিলে উত্তর
কিন্তু ৮১৩৫ হবে না,
আপনি আগের মতো ৩ কে ৮ ও ৫
এর মাঝখানে বসাবেন আর
এই অতিরিক্ত ১ কে ৮ এর
সাথে যোগ করে দিন,
পেয়ে গেলেন ৯৩৫
এটাই আপনার উত্তর। .
.
.
একই রকম আরেকটা দেখুন!
৮৭x১১ = কত?
.
৮+৭ = ১৫ >>
৫ কে মাঝখানে বসান,
অতিরিক্ত ১ কে ৮ এর সাথে
যোগ করে পেলুন,,
দেখুন তো,, ৯৫৭
কিনা??
এটাই উত্তর।
======================
এবার আরেকটু কঠিন দিকে যাই,
.
যদি বলে
৯৯x১১ = কত?
.
৯+৯ = ১৮ ,
৮ কে মাঝে রেখে ৯ এর সাথে ১ যোগ
করে ১০ পাই সেভাবেই বসিয়ে
আমরা পাই,
১০৮৯ এটিই উত্তর।
======================
এখন যদি তিনটি সংখ্যার সাথে
গুনের ক্ষেত্রে বলা হয় তখন
কিভাবে করবেন?
.
.
যেমন
৩২৫x১১ = কত ?
.
এখানে,
প্রথমের ৩ ও পরের ৫ ঠিক থাকবে,
মাঝের ক্যলকুলেশন হবে এরকম,
প্রথমে ৩+২=৫,
এবং ২+৫=৭,
.
পেয়ে গেলেন ৫৭,
এই ৫৭ কে ৩,৫ এর মাঝে বসিয়ে
দিন পেয়ে গেলেন ৩৫৭৫
এটিই আপনার উত্তর।
.
[বি.দ্র:__এটা কেবল ১১ এর সাথে গুনের
ক্ষেত্রে প্রযোজ্য। ]
আজকে আর নয় ভাই,,,
কিছু শিখতে পারলেই শেয়ার করব,,,
???i love you trickbd???