Site icon Trickbd.com

ছন্দে ছন্দে শেখা [পার্ট:২]

Unnamed

আসসালামু আলাইকুম

প্রথম পর্বের লিংক:-ছন্দে ছন্দে শেখা [পার্ট:-১]

আজকে আবার সবাইকে আমার পোস্টে স্বাগতম।

আজকে আবার আমি আপনাদের জন্য নিয়ে এসেছি
অসাধারণ কিছু ছন্দের টেকনিক যা আপনাদের অনেক উপকারে আসবে বলে আমি মনে করি।

আজকে আমি রসায়নের অর্ধপরিবাহী,ম্যাক্রো মিনারেল,গ্রীন হাউজ গ্যাস ইত্যাদি বিষয়ের উপর কিছু ছন্দ দিবো,
যাতে আপনারা বিষয় গুলো সহজে মনে রাখতে পারেন।

তো আর কথা না বলে শুরু করি।

ম্যাক্রো মিনারেল এর ক্ষেত্রে:-

ছন্দ ১:-নাকের কাছে মারলে ঘুষি সেরে যাবে প্রেমের কাশি।

ম্যাক্রো মিনারেল ছন্দ
Na না
K কের
Ca কাছে
Mg মারলে ঘুষি
S সেরে যাবে
P প্রেমের
Cl কাশি

ডাই-কার্বক্সিলিক এসিড সমূহের ক্ষেত্রে:-

ছন্দ ২:-O My Son Go And Pray Sincerely And Silently.

ড্রাই-কার্বক্সিলিক ছন্দ
Oxalic O
Malonic My
Succinic Son
Glutaric Go
Adipic And
Pimelic Pray
Suberic Sincerely
Azelaic And
Sebacic Silently

ক্রোমিয়ামের বিষক্রিয়ার প্রভাব সমূহ:-

ছন্দ ৩:-‘ক’ এর কথা।

ক্রোমিয়ামের বিষক্রিয়ার প্রভাব ছন্দ
ক্যান্সার
কিডনির রেনার টিউবিউলে ক্ষত
ক্রনিক আলসার

ক্যাডমিয়ামের বিষক্রিয়ার প্রভাব সমূহ:-

ছন্দ ৪:-‘ক’ এর কথা।

ক্যাডমিয়ামের বিষক্রিয়ার প্রভাব ছন্দ
কঙ্কালতন্ত্রে রোগ
কিডনির কার্যক্ষমতা হ্রাস
কিডনিতে পাথর
ক্যান্সার
কার্বনিক এনহাইড্রেজ এনজাইমের অস্বাভাবিকতা
ক্যালসিয়াম মূত্রের মাধ্যমে নির্গত হওয়া
Cu,Fe,Zn কে শরীর থেকে প্রতিস্থাপন

গ্রীন হাউজ গ্যাসের ক্ষেত্রে:-

ছন্দ ৫:-কামিনার কোলে ওথ্রি।

গ্রীন হাউজ গ্যাস ছন্দ
CO2(49.5%) কা
CH4(18%) মি
NOx(6.5%) নার
CFC(14.6%) কোলে
O3(12%) ওথ্রি

উর্ধপাতিত পদার্থের ক্ষেত্রে:-

ছন্দ ৬:-সাবেক আয়না

উর্ধ্বপাতিত পদার্থ ছন্দ
S-গন্ধক সা
বেনজিন বে
কর্পূর
আয়োডিন আয়
C10H8(ন্যাপথলিন) না

অ্যালকিনের বিক্রিয়া সমূহ:-

ছন্দ ৬:-PROPOSE

অ্যালকিনের বিক্রিয়া ছন্দ
প্রতিস্থাপন PRO
পলিমারকরণ P
ওজনীকরণ O
সংযোজন/যুত S
e ত্যাগ(জারণ) E