Site icon Trickbd.com

ছন্দে ছন্দে শেখা [পার্ট:৩]

Unnamed

আসসালামু আলাইকুম

প্রথম পর্বের লিংক:-ছন্দে ছন্দে শেখা [পার্ট:-১]

দ্বিতীয় পর্বের লিংক:-ছন্দে ছন্দে শেখা [পার্ট:২]

আজকে আবার সবাইকে আমার পোস্টে স্বাগতম।
আজকে আবার আমি আপনাদের জন্য নিয়ে এসেছি
অসাধারণ কিছু ছন্দের টেকনিক যা ছাত্রদের জন্য অনেক দরকারী।

আজকে আমি রসায়নের অর্ধপরিবাহী,মুদ্রাধাতু,চুম্বক ধাতু ইত্যাদি বিষয়ের উপর কিছু ছন্দ দিবো,
যাতে আপনারা বিষয় গুলো সহজে মনে রাখতে পারেন।

তো আর কথা না বলে শুরু করি।

পলি নিউক্লিয়ার যৌগ:-

ছন্দ ১:-ডাইনিকে আন।

পলি নিউক্লিয়ার যৌগ ছন্দ
ডাইফিনাইল ডাই
ন্যাপথলিন নিকে
অ্যানথ্রাসিন আন

অর্ধপরিবাহী সমূহ:-

ছন্দ ২:-তোমার পরশ আমায় কাদায়,জার্মান শিল্পীরা আ-গে ফুসকা আনায়।

অর্ধপরিবাহী ছন্দ
তামা ও তুলা তোমার
পাথর পরশ
অ্যালকোহল আমায়
কেরোসিন কাঁদায়
Ge জার্মান
Si শিল্পীরা
Al
Ga গে
P ফুসকা
আর্সেনাইড আনায়

মুদ্রাধাতু সমূহ:-

ছন্দ ৩:-কথা ছিল আসবে।

মুদ্রাধাতু ছন্দ
Cu কথা
Ag ছিল
Au আসবে

চুম্বকধাতুর ক্ষেত্রে:-

ছন্দ ৪:-ফেল করি নাই,রাহুল ব্রাদার পালালে পিটাবে।

পালালে

পিটাবে

চুম্ক ধাতু ছন্দ
Fe ফেল
Co করি
Ni নাই
Ru রাহুল
Rh ব্রাদার
Pd
Pt

নিকৃষ্ট ধাতু সমূহ:-

ছন্দ ৫:-লতা

নিকৃষ্ট ধাতু ছন্দ
Fe(লোহা)
Cu(তামা) তা

নরম ধাতুর ক্ষেত্রে:-

ছন্দ ৬:-পাবে না কে কে।

নরম ধাতু ছন্দ
Pb পাবে
Na না
K কে
Ca কে

আজকে এই পর্যন্তই পরের পর্বে আমি জীব বিজ্ঞানের কিছু অসাধারণ ছন্দ নিয়ে আপনাদের সামনে হাজির হবো।

সবাই নিয়মিত নামায পড়ুন।

আল্লাহ হাফেজ

Exit mobile version