Site icon Trickbd.com

[জানা অজানা পর্ব =৩] সাও পাওলোর ফুটপাত থেকে বিশ্বসেরা নেইমার | সংক্ষিপ্ত জীবনী

Unnamed

বিসমিল্লাহির রহমানির রাহিম
.
Hello Friends সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।
.
বিশ্বসেরা নেইমার জুনিয়র । বর্তমানে সবচেয়ে আলোচিত ফুটবলারদের মধ্যে অন্যতম একজন । একজন বিশ্বসেরা নেইমার হয়ে উঠার পেছনে ছিলো কঠোর সংগ্রাম আর দুঃখ- দুর্দশার গল্প । সাও পাওলোর ফুটপাত থেকে আজ একজন সফল প্রফেশনাল বিশ্বসেরা ফুটবলার এক কঠিন বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে তাকে ।
.
দা সিল্ভা স্যান্তোস জুনিয়র- যাকে আমরা সবাই নেইমার নামেই জানি । একজন চৌকস ব্রাজিলিয়ান খেলোয়াড় যিনি স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে একজন
ফরোয়ার্ড বা উইঙ্গার হিসেবে খেলেন । অন্য সব কিংবদন্তী খেলোয়াড়দের মত নেইমারেরও ফুটবল নেইমার জীবন শুরু হয় অলি-গলিতে খেলে ।
.

.
বাবা সিনিয়র নেইমার দা সিল্ভা একজন প্রাক্তন ফুটবলার এবং পরবর্তীতে নেইমারের পরামর্শক
হিসেবে কাজ করেন । নেইমার তাঁর পিতার ভুমিকা সম্পর্কে বলেন, “আমার পিতা আমার পাশেই থাকেন সেই ছোটবেলা থেকেই এবং তিনি সবকিছুর খেয়াল রাখেন । তিনিই আমার সব সময়ের সঙ্গী এবং আমার
পরিবারের অন্যতম একজন ।‘ খুব কম বয়সেই একজন দক্ষ ফুটবলার হিসেবে বেড়ে উঠে নেইমার । মাত্র ১৭ বছর বয়সে নেইমার প্রফেশনাল তার ফুটবলার হিসেবে খেলা শুরু করেন, আর
শুরু করার মাত্র দুই বছর পর
২০১১-২০১২ সালে সাউথ
আমেরিকান ফুটবলার অ্যাওয়ার্ড
নিজের নামে করে নেন । এছাড়াও আরও অসংখ্য পুরস্কার ঝুলে আছে তার ঝুড়িতে । চলুন তার আগে
আমরা নেইমারের জীবনের উত্থানের কথা জেনে নেই ।
আমার পিতা আমার পাশেই থাকেন সেই ছোটবেলা থেকেই
এবং তিনি সবকিছুর খেয়াল রাখেন নেইমারের জন্ম ৫ ফেব্রুয়ারি ১৯৯২, ব্রাজিলের মগি দাস ক্রুজেস নামক স্থানে । তার বাবা সিনিয়র নেইমার ডা সিল্ভা এবং মা নান্দিনি সান্তস । যেহেতু বাবা একজন প্রফেশনাল ফুটবলার ছিলেন, তাই প্রথম হাতেখড়িটা বাবার কাছেই । খুব অল্প সময়েই তিনি ব্রাজিলের সান্তস ফুটবল ক্লাব কর্তৃপক্ষের নজরে আসেন তিনি ।
.

.
সালে সান্তস ফুটবল ক্লাব খেলায় চুক্তিবদ্ধ করেন নেইমারকে । এবং তাঁকে যুব একাডেমিতে খেলানো
হয় । কয়েক বছর সান্তসের যুব
একাডেমিতে এ থাকার পর এই

ক্লাবেরই সিনিয়র টিমে তাঁকে সাইন করানো হয় । এভাবে তিনি ১৭ বছর বয়সে প্রফেশনাল ক্লাবে খেলা শুরু করেন । আর দেখতে দেখতেই সে তার টিমের একজন দক্ষ গোল মেকারে পরিণত হন ।
সান্তসের হয়ে ২২৫ ম্যাচে ১৩৬
গোল করেন তিনি ।
.
২০০৩ বার্সেলোনার হয়ে ৪০৬ ম্যাচে ২৩৬ গোল করেন
.

.
নেইমার মাত্র ১৪ বছর বয়সে
স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে
খেলার প্রস্তাব পেয়েছিলেন । কিন্তু
ব্রাজিলে ওই সময়ে তার অদ্ভুত
ট্যালেন্টের জন্য বিপুল অর্থের
বিনিময়ে নিজেদের ক্লাবে
খেলানোর জন্য তাঁকে রেখে দেয় ।
এদিকে নেইমার দিনে দিনে এই
ক্লাবের হয়ে তার খেলার ধারাবাহিকতাকে আরও জোরালো
করতে থাকে । নেইমার হয়ে উঠতে থাকলেন একজন নিখুঁত ফুটবল প্লেয়ার।
.
খেলা দেখে বড় বড় ফুটবল ক্লাবগুলো তাঁকে নেয়ার জন্য
আলোচনায় বসে গেল । ২৭ মে
২০১৩ সালে নেইমার প্রায় ৭৬
মিলিয়ন ডলারে বার্সেলোনায় হয়ে
খেলার জন্য চুক্তি স্বাক্ষর করেন ।
২০১৪ সালে বিশ্বকাপ ফুটবলে
নেইমার ব্রাজিলের একজন দারুণ
সম্ভবনাময় খেলোয়াড় হিসেবে দলে
খেলেছেন । এই বিশ্বকাপে তার দল
ব্রাজিল ছিল ষষ্ঠ বিশকাপ জয়ের
খোঁজে ।
.

.
কিন্তু চার ম্যাচ খেলায় পর তার দুর্ভাগ্যজনকভাবে তিনি কোয়াটার
ফাইনাল ইঞ্জুরিতে পড়েন । জার্মানির বিপক্ষে সেমিফাইনালে
সে ম্যাচে তার খেলা হয়নি । আর
ব্রাজিল ওই সেমিফাইনালে খুব
বাজেভাবে হেরে যায় । নেইমার
ইঞ্জুরি থেকে ফিরে আবারও আগের মত খেলা শুরু করেন, ২০১৪-২০১৫ সেশনে বার্সেলোনা হয়ে ৩৯ গোল করেন নেইমার ।
.
এখন পর্যন্ত তিনি বার্সেলোনার হয়ে
৪০৬ ম্যাচে ২৩৬ গোল করেন।
.
ফুটবল বিশেষজ্ঞদের ধারণা,
বর্তমানে হয়ত মেসি কিংবা
রোনালদোর প্রভাবে কিছুটা
আলোচনার আড়ালে পড়ে আছেন নেইমার কিন্তু আগামী ৫ বছরের মধ্যে ফুটবল রাজত্ব চলে আসবে নেইমারের হাতে । আগামী দিনগুলোতে নেইমার আসলেই
ফুটবল রাজত্ব করবে কিনা সেটা
সময়ই বলে দেবে । আপনার কি মনে হয়, নেইমার কি পারবে মেসি কিংবা রোনালদোকে ছাড়িয়ে যেতে ?
.
.
ফেসবুকে আমি = MD Shakib Hasan