Site icon Trickbd.com

দেখে নিন কি ভাবে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করবেন।

Unnamed

সবাই কেমন আছেন।
আশা করি ভালো আছেন।

আছকে দেখাবো যে কি ভাবে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করবেন।

বেশি কিছু বলবো না সরাসরি মূল কাজে যাই।

তো শুরু করা যাক।

এখানে ২ টা ধাপ কাজ করতে হবে।

প্রথম ধাপ ফি পরিশোধ করা ( এসএমএস এর মাধ্যমে)
২য় ধাপ আবেদন ফরম পূরণ করা।

প্রথম ধাপ

১) যে কোনো একটা টেলিটক সিমে ১৫০ টাকা ঢুকাম।
২) Message (Option)-এ গিয়ে লিখেন
CAD space WEB space First 3 Letter of Board
Name space Roll No space Passing Year

যেমনঃ CAD WEB DHA 641322 2019

সেন্ড করুন 16222 নম্বরে
তার পর ফিরতি মেসেজে, আপনাকে একটি পিন নম্বর
দেয়া হবে।

৩) তার পর Message (Option)-এ গিয়ে লিখেন

CAD space YES space PIN
No space Student’s Mobile No

যেমনঃ CAD YES 123456789 01797XXXXXX

লিখে আবার সেন্ড করুন 16222 নম্বরে।

ফিরতি মেসেজে আপনাকে Congrats মেসেজে দেওয়া হবে যে, আপনার ফি পরিশোধ হয়েছে এবং আপনাকে একটি ট্রানজেকশন আইডি দেয়া হবে।

এবার আপনি আবেদন ফরম পূরন করার জন্য প্রস্তুত।

আনেক সময় Congrats মেসেজ টি আস্তে একটু সময় লাগতে পাড়ে ভয় করবেন না আমার আস্তে ১ দিন লেগেছিলো যদি Served এর কোনো সমস্যা যদি না থাকে তা হলে ২ থেকে ৪ ঘন্টা এর মধ্যে পেয়ে যাবেন বা তারো আগে পেতে পারেন।

২য় ধাপ

এবার এই link ঢুকেন xiclassadmission.gov.bd

তার পর Apply Now লেখা বাটনে ক্লিক করুন

এবার আপনার এসএসসির রোল নং, আপনার এসএসসির বোর্ড, পাশের সন, রেজিষ্ট্রেশন নম্বর তার পর verification code টা বসে দিয়ে Next বাটনে ক্লিক করুন

এবার এসএমএসে দেয়া, আপনার (Student’s Mobile No) দিয়ে দেন তার পর আবার একই নাম্বার দেন। তার পর Next ক্লিক করেন।

এবার চলে এলো কলেজ বাছাই করার ফরম।
সর্বনিম্ন ৫টি কলেজ ও সর্বোচ্চ ১০ টি কলেজ বাছাই করতে হবে।

১। আপনি যে কলেজে পড়তে চান সে
কলেজের বোর্ড সিলেক্ট করুন
২। জেলা বাছাই করুন
৩। থানা বাছাই করুন
৪। এবার, আপনার পছন্দের কলেজটি বাছাই করুন।
৫। শিফট চয়েস করুন
৬। বাংলা বা ইংরেজি ভার্সন বাছাই করুন

৭। যে গ্রপে পড়তে চান।
৮। যদি আপনার কোন কোটা থাকে
(মুক্তিযোদ্ধা/শিক্ষা/প্রবাসী)
৯। গর্ভনিং বডি কোটা (যদি থাকে)

এবার Add This College বাটনে ক্লিক করে কলেজটি পছন্দ তালিকায় যুক্ত করুন। আপনি তিনটি গ্রপে (ব্যবসায়/মানবিক/বিজ্ঞান) একটি কলেজকে তিনবার যুক্ত করতে পারবেন।

আপনার পছন্দের কলেজ যুক্ত করা হলে Preview Application বাটনে ক্লিক করুন।

তার পর SUBMIT APPLICATION বাটনে ক্লিক করুন

তার পর Print Version বাটনে ক্লিক করে আবেদনটি প্রিন্ট করে রাখুন।

তো আছকে এই পযন্ত সবাই ভালো থাকবেন।

কোনো কিছু না বুঝলে Comment করবেন।