Site icon Trickbd.com

আসুন জেনে নেই ক্রিপ্টো ট্রেডিং কি ও কিভাবে করে।

Unnamed

আসসালামু আইলাইকুম।
আশা করি সকলে ভাল আছেন।আমিও মোটামুটি ভাল আছি।বেশি কথা বলতে চাই না আমরা আমাদের পোস্ট এর টপিক এ চলে যাই।
প্রথমেই বলে রাখি পোস্ট টা সম্পূর্নটা আমার ধারনা থেকে লেখা।আমি যতটুকু জানি ও বুঝি তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি।
আজ আমরা জানবো ক্রিপ্টো ট্রেডিং কি ও কিভাবে ক্রিপ্টো ট্রেডিং করে লাভ পাওয়া যায়।
ক্রিপ্টো কি?
ক্রিপ্টো হচ্ছে ভার্চুয়াল মুদ্রা বা ইলেক্ট্রনিক মুদ্রা।হাজার হাজার ভার্চুয়াল কারেন্সি বর্তমানে রয়েছে।তাদের মধ্যে জন্যপ্রিয় কিছু হলো Btc,eth,ltc,doge,trx,xrp,tau,bnb এগুলা হচ্ছে সংক্ষিপ্ত বা ইংলিশে Ticket নেম বলা হয়। তাদের একসাথে ক্রিপ্টো কারেন্সি বা Alt coin বলে সম্বোধন করা হয়।
ক্রিপ্টো ট্রেডিং কি?
ক্রিপ্টো ট্রেডিং হচ্ছে একটি ভার্চুয়াল কয়েনের সাথে অন্য একটি ভার্চুয়াল কয়েন বদল করে নেয়া। ধরুন আপনার কাছে বিটকয়েন আছে ১০ডলার আর আপনি বিটকয়েন এর বলদে লাইট কয়েন নিতে চান। এটাই ক্রিপ্টো ট্রেডিং।সংক্ষেপে এক কয়েন সেল দিয়ে অন্য কয়েন কেনাই ক্রিপ্টো ট্রেডিং।
ট্রেডিং কিভাবে করা যায়?
বাংলাদেশের ক্রিপ্টো ট্রেডাররা সাধারণত ২ভাবে ক্রিপ্টো ট্রেড করে।
১. লোকাল কমিউনিটি এর মাধ্যমে একজন থেকে আরেকজনের কাছে যার নাম peer2peer, escrow, admin refer।

তারা সাধারণ ফেসবুক,টেলিগ্রাম ও হোয়াটস অ্যাপ গ্রুপ ইউজ করে থাকে।
২. এক্সচেঞ্জ সাইট বা ট্রেডিং সাইট।লোকাল কমিউনিটি গুলোতে আপনি কমন ও জনপ্রিয় কারেন্সি গুলো শুধু পাবেন। কিন্তু সব কয়েন পাবেন না তার জন্য আপনাকে ট্রেডিং সাইট ইউজ করতে হবে।
Cmc listed সেরা ১০০টি ট্রেডিং সাইটের লিংক নিচের লিংক এর ভেতর দেয়া আছে:-

CMC Top100 Exchange Site list


ক্রিপ্টো ট্রেডিং করে লাভ কিভাবে করবো?
ধরুন আপনি আজকে ৫০$ বিটকয়েন কিনেছেন আগামীকাল কাল দেখা গেল বিটকয়েন এর দাম ১% বেড়েছে তাহলে আপনার ৫০$ এ ০.৫$ লাভ পাবেন ঠিক তেমনি দাম কমলে আবার লস।।
ক্রিপ্টো ট্রেডিং করে লাভ করার জন্য আপনি নিচের কাজগুলো করতে পারেন।
১. নতুন বা ছোট প্রজেক্ট এর কয়েন কেনার আগে তাদের হোয়াইট পেপার পড়ে নিবেন।
২. বড় কোন এক্সচেঞ্জ সাইটে লিস্ট হবে বা হতে যাচ্ছে সেসময় ওই কারেন্সি টা কিনা বেটার।
৩. যেকোন কয়েন কেনার আগে তার সাপ্লাই ও লাস্ট ১মাসের ট্রেডিং ভলিউম দেখে নিবেন।
৪. যেকোন কারেন্সির প্রাইছ যখন কমবে তখন সে কারেন্সি টা কিনে হোল্ড এ রাখতে পারেন যদি আপনি মনে করেন সেই কয়েন টা কিছু দিনের মধ্যে পাম্প হবে।
৫. স্ট্যাবল কয়েন: আমার জানা দুইটা কয়েনই শুধু স্ট্যাবল এর মধ্যে থাকে। বাকি কারেন্সি গুলোতে প্রাইছ ধস নামলে অনেক কমে যেতে পারে কিন্তু xrp ar BNB তে তা হবার চান্স নেই।কারন প্রাইস যেনো অতিরিক্ত ডাউন না হয় তার পিছনে bnb team এর আলাদা দল আছে যারা সেসব নিয়ে কাজ করে।আমি আপনাকে সাজেস্ট করবো ২-৩ বিএনবি কিনে রাখার জন্য।
—————
আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে।নিজের মতো করে সাধারন একটা ধারনা দেয়ার চেষ্টা করলাম। কোথাও কোনো ভূল করে থাকলে মাফ করে দিয়েন।
আল্লাহ হাফেজ।
যেকোন প্রয়োজনে আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।


Telegram account link