Site icon Trickbd.com

আসুন টাউকয়েন সম্পর্কে জানি ও মাইন করে কয়েন আর্ন করি। পার্ট-২

আসসালামু আলাইকুম।


আশা করি সকলে ভাল আছেন।আমিও ভাল আছি।চলুন আমরা মূল টপিকে চলে যাই।
আজকে আমরা শিখবো কিভাবে টাউকয়েন মাইন করা যায়।
নিচের ছবিটি লক্ষ করুন.

সে দেড়মাসে ৫৫লাখ কয়েন কয়েন আয় করছে যার বর্তমান বাজার মূল্য ৪৪০০+ ডলার। বুঝতেই পারছেন শ্রম দিতে পারলে লাভ আছে।
মাইনিং করার জন্য আপনার নিচের কাজ গুলো করতে/থাকতে হবে।
১. ২০হাজার টাউ কয়েন।
২. ধৈর্য (এটা ছাড়া পসিবল না)।
৩. ১জিবি মোবাইল ডাটা প্রথমবারের জন্য ব্লক sync করার জন্য।
৪. ভাল নেট কানেকশন।
এগুলা লাগবেই মাস্ট।যারা কাজ করতে পারবেন বলে মনে হয় তারা পুরো পোস্ট পড়তে পারেন।
যাদের টাউকয়েন নেই তারা আমার থেকে অথবা নিচের গ্রুপ থেকে কিনে নিতে পারেন।


TAU TRADE HOUSE


[এই গ্রপে সবসময় আমাকে পাবেন আমি সেখানে এডমিন]

২০ কে টাউ এর দাম পড়বে ১০০-১২০টাকা।
এবার আসি মাইনিং করার জন্য মাইনিং অ্যাপ এ কি করতে হবে:-
১. Mining Power লাগবে।
২. Block sync করতে হবে।
৩. ওয়ালেটে টাউ কয়েন থাকতে হবে।}

সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্লক sync করতে হবে তার জন্য ১জিবির মতো মোবাইল ডাটা লাগবে। নিচের ছবিটিতে লক্ষ করলে দেখবেন যে সেখানে একটা হচ্ছে ব্লক হাইট আরেকটা হচ্ছে লেটেস্ট ব্লক।

এখানে ব্লক হাইটে ১৩২৭৩ দেখতে পাচ্ছেন এটা বর্তমানে আরো বেশি থাকবে।আর এইসব ব্লক গুলাকে sync করতে হবে অর্থাৎ সব গুলা ব্লক ডাউনলোড করতে হবে আপনার হার্ডওয়ারে।
sync করার জন্য আপনার Tau mining app এর উপরের দিকে দেখুন syncro. লিখা আছে অন করে দিন।

ব্লক sync হওয়া শুরু হয়ে যাবে লেটেস্ট ব্লকে দেখতে পাবেন আপনি কয়টা ব্লক সিংক করছেন মনে রাখবেন block হাইট এ যত ডিজিট লেখা থাকবে সেটার সমান আপনাকে sync করতে হবে।
sync করা কপ্লিট হলে আসুন পরের ধাপে যাই।
Mining power কোথায় পাবো?
= আপনি যদি কাউকে টাউ কয়েন সেন্ড করেন তাহলেই মাইনিং পাওয়ার পাবেন আপনি চাইলে আপনার নিজের এড্রেস এ ও সেন্ড করতে পারেন।প্রত্যেক সাক্সেসফুল সেন্ডিং এ 1মাইনিং পাওয়ার করে পাবেন মনে রাখবেন যত বেশি মাইনিং পাওয়ার তত বেশি ইনকাম।
এখানে একটা বিষয় লক্ষণীয় আপনি যদি কাউকে ১কয়েনও সেন্ড সেন্ড করেন সেন্ডিং ফি যেটা দিবেন তার ৩৩% কয়েন ব্যাক পাবেন।অর্থাৎ যদি কাউকে টাউ সেন্ড সেন্ড করেন ১৫০ মেডিয়ান ফি দিয়ে তাহলে তার ৩৩% = ৫০টাউ আপনাকে তারা ব্যাক দিবে এবং সেটা অটোমেটিক আপনার মেইন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে।আর সেটা আপনার historical mining এ দেখাবে।

যত বেশি পারেন Mining power বানিয়ে নিন।তারপর নিচের মতো মাইনিং বাটন অন করে রাখুন।

রোজ ইনকাম কত হবে?
= সেটা আপনার মাইনিং পাওয়ার উপর নির্ভর করবে।যত বেশি মাইনিং পাওয়ার তত বেশি ইনকাম।নির্দিষ্টতা নেই।
টাউ টিম নতুন লাকি ড্র চালু করেছে।আপনি যদি টপ ১০০মাইনারদের মধ্যে থাকেন ও লাকি ড্র তে সিলেক্ট হন তাহলে ৫০হাজার থেকে ২০ হাজার পর্যন্ত টাউকয়েন পেতে পারেন।
কারো sync করতে গিয়ে একটা ব্লকে আটকে গেলে অ্যাপ আন ইন্সটল করে পূনরায় শুরু করতে হবে।
আমি শুধু ব্যাসিক ধারনাটা দিলাম।
এছাড়া টাউ আর্ন করার সবচেয়ে ভাল উপায় হলো তাদের রেফার বট ইউজ করা।নিচের লিংকে ক্লিক করে সরাসরি বটে চলেযান।


Tau Referring BoT

তারপর Start এ ক্লিক করে ওপেন করুন।তারপর নিচের মতো কিছু কিবোর্ড দেখতে পাবেন।

সেখান থেকে Referral link কিবোর্ড এ ক্লিক করুন।তারপর আপনাকে আপনার টাউ এড্রেস দিতে বলবে রেফারেল লিংক ক্রিয়েট করার জন্য।

TAU-Mobile mining app

থেকে আপনার টাউ এড্রেসটি কপি করে করে টেলিগ্রামে এসে বটে দিয়ে দিন।
দেখবেন নিচের মতো আপনাকে একটা রেফারেল লিংক দিয়ে দিবে।

সেটা কপি করে আপনার টেলিগ্রাম ইউজ করে এমন বন্ধুদের দিয়ে জয়েন করিয়ে নিন। প্রত্যেক রেফারের জন্য ২৫০ টাউ করে দিবে।
এবং সেটা অটোমেটিক আপনার দেয়া টাউ এড্রেস এ সেন্ড করে দিবে।
Note* Doge click bot, Rich crypto bot বা অন্য কোন প্রমোশনাল বট ইউজ করে রেফার করলে কাজ হবে না।
*updated note –
টাউ বট টাতে বর্তমানে কাজ চলতেছে তাই সেটাতে এখন কাজ না করাই বেটার।
যেকোন প্রয়োজনে টাউ কয়েন এর টেলিগ্রাম গ্রুপে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন।

Tau Official Group Link

আজ চলে যাচ্ছি


কিন্তু যাচ্ছি না। ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
আমার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে।
আমার টেলিগ্রাম একাউন্ট লিংক?
Telegram link
Exit mobile version