আসসালামু আলাইকুম
আশাকরি সবাই ভালো আছেন
সবাই ভালো থাকেন ভালো রাখেন এই প্রত্যাশাই করি সব সময়।
এইচএসসি পরিক্ষা শেষ হয়েছে বেশ কয়েকদিন হলো! এখন ছাত্রদের টেনশন রেজাল্ট কি হবে? রেজাল্ট কোনদিন? ইত্যাদি ইত্যাদি।
তো এইচএসসি/আলিম ২০১৯ এর রেজাল্ট এর তারিখ আগামী ১৭ জুলাই!!
এখন বলবেন, রেজাল্ট এর তারিখ তো জানলাম, কিন্তু রেজাল্ট দেখব কিভাবে? এই পোস্টে আপনার দেখতে পারবে কিভাবে এইচএসসি ২০১৯ এর রেজাল্ট জানবেন। আর পোস্ট পড়ে যদি না বুঝেন তাহলে নিচে ভিডিও আছে দেখে নিতে পারবেন।
রেজাল্ট দেখার জন্য অনেক ছাত্রদের মাথারঘাম পায়ে পড়ে। অনেকে রেজাল্টের দিন সারাদিন অনলাইনে বসে থাকে, তার পরও সার্ভার ডাউন এর মতো সমস্যায় পড়তে হয়।
তো আজকে আমরা দেখব কিভাবে খুব সহজ উপায়ে আপনি এইচএসসি ২০১৯ এর রেজাল্ট দেখবে। আজকে আমরা রেজাল্ট জানার জন্য তিনটি মাধ্যম ব্যবহার করব।
- এসএমএস
- ওয়েবসাইট
- অ্যাপ
এই তিনটি মাধ্যমে আমরা এইচএসসি ২০১৯ সালের পরিক্ষার রেজাল্ট জানবো।
প্রথমে কথা বলি কিভাবে এইচএসসি এর মাধ্যমে রেজাল্ট জানবেন। এইচএসসি এর মাধ্যমে রেজাল্ট আমি পারসনালি খুব ভালোবাসি। কারণ, এই মাধ্যমে কোন ঝামেলা ছাড়া রেজাল্ট জানা যায়।
মোবাইল দিয়ে এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট!
HSC আপনার বোর্ড এর নামের প্রথম তিন অক্ষর (বড় হাতের উক্ষর) রোল নম্বর <SPACE> 2019 (এখানে আপনি যে সালের রেজাল্ট জানতে চান সেই সাল এর নাম্বার দিন) এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণ সরূপ: HSC SYL 123456 2019 এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
মোবাইল দিয়ে এসএমএস এর মাধ্যমে এইচএসসি আলিম পরিক্ষার রেজাল্ট!
NAZIM আপনার বোর্ড এর নামের প্রথম তিন অক্ষর (বড় হাতের অক্ষর) রোল নম্বর <SPACE> 2019 (বর্তমান সাল) এরপর পাঠিয়ে দিন16222 নম্বরে।
উদাহরণ সরূপ: Alim MAD 123456 2019 এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
মোবাইল দিয়ে এসএমএস এর মাধ্যমে এইচএসসি ভোকেশনাল এর রেজাল্ট জানতে!
HSC TEC আপনার বোর্ড এর নামের প্রথম তিন অক্ষর (বড় হাতের অক্ষর) রোল নম্বর <SPACE> 2019 (বর্তমান বছর) এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণ সরূপ: HSC TEC 123456 2019 এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
এখন কথা বলি কিভাবে ওয়েবসাইট এর মাধ্যমে এইচএসসি ২০১৯ সালের পরিক্ষার রেজাল্ট জানবেন।
ওয়েবসাইট এর মাধ্যমে রেজাল্ট
এর জন্য আপনাদের একটি সরকারি ওয়েবসাইট ব্যবহার করতে হবে। ওয়েবসাইট এর লিংক আমি নিচে দিয়ে দিচ্ছি
www.educationboardresults.gov.bd
উপরের দেওয়া লিংক এ ক্লিক করলে আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনাকে রেজাল্ট দেখার জন্য কিছু অপশন সিলেক্ট করতে হবে।
এইচএসসি রেজাল্ট দেখার জন্য আপনাকে প্রথম অপশন এ আপনি যদি মাদ্রাসা বা স্কুল থেকে হয়ে থাকেন তাহলে HSC/Alim সিলেক্ট করুণ।
আর যদি ভোকেশনাল/কারিগরি হয়ে থাকেন তাহলে HSC (Vocational) সিলেক্ট করুণ।
তার পর Year অপশন এ আপনি যে বছরের রেজাল্ট দেখতে চান সেই বছর সিলেক্ট করুণ। আপনি যদি ভোকেশনাল থেকে পরিক্ষা দিয়ে থাকেন তাহলে Examination বক্সে আপনি HSC(Vocational) সিলেক্ট করবেন।
তার পর আপনি যে বোর্ডের অধীনে পরিক্ষা দিয়েছেন সেই বোর্ড সিলেক্ট করুণ। আপনি যদি ভোকেশনাল থেকে পরিক্ষা দিয়ে থাকেন তাহলে বোর্ড Technical সিলেক্ট করবেন। আর যদি মাদ্রাসা বোর্ড থেকে পরিক্ষা দিয়ে থাকেন তাহলে Madrasha সিলেক্ট করবেন।
তার পর আপনার Roll এবং Registration বক্সে আপনার Roll এবং Registration ও Captcha বক্সের Captcha পূরণ করে Submit এ ক্লিক করুণ।
তো এখন কথা বলি কিভাবে অ্যাপ এর মাধ্যমে রেজাল্ট দেখবেন।
অ্যাপ এর মাধ্যমে রেজাল্ট
অ্যাপ এর মাধ্যমে রেজাল্ট দেখতে আপনাকে প্রথমে অ্যাপ টি ডাউনলোড করতে হবে। অ্যাপ টি ডাউনলোড করতে নিচের লিংল এ ক্লিক করুণ।
ডাউনলোড করে ইন্সটল করুণ > তার পর ওপেন করে নিচের স্ক্রিনশট এর মতো মতো আসবে সেখান থেকে View Result এ ক্লিক করুণ।
তার পর নিচের স্ক্রিনশট এর মতো আসবে
এখানে ওয়েবসাইট যেভাবে তথ্য দিয়েছেন সেভাবে এখানেও তথ্য দিয়ে নিচের ডানদিকে সবুজ কালারের Submit যে আইকন আছে সেখানে ক্লিক করুণ।