Site icon Trickbd.com

ইংরেজিতে দক্ষতা অর্জন করবো কিভাবে? অনর্গল কথা বলুন ও লেখুন।

Unnamed

আসসালামু আলাইকুম

সবাইকে স্বাগতম আজকের লেখায়। আজকে আমরা কথা বলবো ইংরেজিতে দক্ষতা অর্জন নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

অনলাইনে আয় করতে চান, কাজ শিখতে রাজি আছেন কিন্তু ইংরেজী তো পারি না ভাই। নতুন জনতাদের মধ্যে খুবই প্রচলিত সমস্যা এটি। ভাই আমি বাংলা মিডিয়ামের ছাত্র ইংরেজী ভালো পারিনা আমার জন্য কি কাজ আছে? কোন কাজ নেই ভাই, ইংরেজী শিখে আসুন।

আজকে থেকে চার বছর আগের কথা ইংরেজীতে আমি খুবই দুর্বল, অনলাইনে আয় সম্পর্কে জানলাম সবে মাত্র। দু চোখে ঘুম নেই কিভাবে ঠিক করা জায় এই ইংরেজী কিভাবে কথা বলবো অনর্গল? মেট্রিক পরীক্ষা শেষ হওয়ার পর ভর্তি হয়ে গেলাম ইংরেজী শিক্ষার কোচিং সেন্টারে তাও আবার সাইফোর্স কোচিং সেন্টার, কারন অর্ধ লক্ষ টাকা খরচ করে ইংরেজী শিক্ষার ক্ষমতা যে আমার নাই। কথায় আছে যখন দেয়ালে পিঠ ঠেকে জায় তখন নিম পাতাও খুব মিষ্টি লাগে।

আমরা স্কুল জীবনে যা শিখেছে তা ছিলো জোর জবস্তিতে, নিজের ইচ্ছায় খুব কম কিছুই শিখেছি। স্কুলের দশ বছর শেষ হলো ঠিকই কিন্তু ইংরেজী আর শিখা হলো না। এখন চলুন মূল কথায় আসি, ভাই আমার ইংরেজী শিখার পেছনে খরচ করার টাকা নেই কিভাবে ফ্রিতে ইংরেজি শিখতে পারি?

অনলাইনে আয় এবং ইংরেজি দক্ষতাঃ
অনলাইনে আপনি যে কাজই করেন না কেনো আপনার প্রাথমিক যে যোগ্যতাটা দরকার হবে তা হলো ভালো ইংরেজী জানা। আপনি যদি নিজেকে ক্লাইন্টের সামনে ভালো করে তুলে না ধরতে পারেন তাহলে যত ভালো কাজই জানেন না কেনো আপনার সমস্যার মুখোমুখি পড়তে হবে। ভালো ইংরেজী জানা আপনাকে বর্তমান কম্পিটিটিভ দুনিয়ায় অনেকদিন দিয়েই সাহায্য করবে।

যেভাবে দ্রুত ইংরেজিতে পারদর্শি হবেনঃ
ইংরেজি শিখার চারটি ভাগ আছে, এই ৪টি বিষয় যদি আপনি ভালো পারেন তাহলে আপনি ইংরেজীতে দক্ষ!!

১। ইংরেজি পড়ার দক্ষতা।

২। ইংরেজি শুনে বুঝার দক্ষতা।

৩। ইংরেজি লেখার দক্ষতা।

৪। ইংরেজি বলার দক্ষতা।

এখন আমরা কিছু ইংরেজী শিক্ষার পদ্ধতি নিয়ে আলোচনা করবো যা খুব অল্প সময়েই আপনাকে দিবে ইংরেজীতে কথা বলা লেখার যোগ্যতা।

*বেসিক গ্রামারঃ আমি এখানে এডভান্স লার্নার্স এর সেই মোটা গ্রামার বই মুখস্ত করার কথা বলছি না। ইংরেজী লেখতে হলে এবং অনর্গল কথা বলতে গেলে আপনার কিছু বেসিক গ্রামার জানা জরুরি যেমনঃ Tense, Articles, Completing Sentence. গ্রামার রুল বোকার মত গলা ধরন না করে প্রাক্টিকালি ব্যাবহার করা শুরু করুন।

আমাদের মধ্যে সবচেয়ে প্রচলিত সমস্যা হলো সঠিক ভাবে ইংরেজী লেখতে না পাড়া অথবা অনর্গল ইংরেজীতে কথা বলতে না পাড়া। তাই আমরা এই দুটি বিষয়ে সবচেয়ে বেশি মনোযোগ দিবো।

ইংরেজি বলার দক্ষতা ও শুনে বুঝার দক্ষতাঃ

একজন জ্ঞানি ব্যাক্তি একদা বলেছিলেন আপনি যদি ইংরেজীতে অনর্গল কথা বলতে পারেন তাহলে আপনার ইংরেজী শেখা ৯০ শতাংশ শেষ। আপনি যদি বলতে পারেন তাহলে লেখতেও পারবেন। ইংরেজী বলায় দক্ষতা অর্জন করতে আপনি একটি পদ্ধতি প্রয়োগ করতে পারেন যাকে ইংরেজীতে বলা হয় “Shadowing” । আপনি ইংরেজী কোন ছবি অথবা টিভি সিরিজ দেখছেন এবং তাদেরকে নকল করছেন। এই টেকনিক সম্পর্কে বিস্তারিত জানতে অনালাইনে খুজুন অনেক রিসোর্স পাবেন।

1.ইংরেজিতে কথা বলার অভ্যাস গড়েতুলুন, হোক না সেটী ভাঙ্গা ইংরেজি। আপনার ইংরেজি শুনে মানুষ হাসুকনা উপকারটা কিন্তু আপনারই হচ্ছে।

2.বেশি বেশি ইংরেজী ছবি এবং টিভি সিরিজ দেখুন। অনেকে বলে সাব টাইটেল সহ ছবি দেখুন আমি বলবো সাব টাইটেল ছাড়া দেখুন যদি একদমই না পারেন তাহলে কিছু করার নেই। গল্প বুঝার চেস্টা করুন।

3.কিছু বন্ধু বানিয়ে নিন যাদের সাথে প্রতিদিন ইংরেজী প্রাক্টিস করতে পারবেন। অনলাইনে অনেক পদ্ধতি আছে ইংরেজী অনুশিলন করার।

4. আমি www.speaking24.com ব্যাবহার করতাম ইংরেজী অনুশলন করার বন্ধু পেতে। মোবাইল ইউজারদের জন্য একটি এপ আছে নাম wakie প্লে স্টোরে পাবেন।

5.ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য টাং টুইস্টারসঃ এখানে পাবেন আপনার উচ্চারণে যদি সমস্যা থেকে থাকে তাহলে আজকে থেকেই অনুশিলন করা শুরু করুন। বিস্তারিত জানতে অনলাইনে রিসোর্স দেখুন।

6.আপনাকে কিছু ইংরেজী শব্দের অর্থ শিখতে হবে, আমি বলছি না পুরো ডিকশনারি মুখস্ত করে ফেলুন। প্রতিদিন আমরা যে শব্দ গুলো আমরা ব্যাবহার করি আপাতত সেগুলো শিখলেই হবে। ইংরেজি শব্দ শেখার অনেক মজার মজার পদ্ধতি রয়েছে অন্য কোনদিন লেখবো এই বিষয়ে।

নিজের সাথেই নিজে আয়নাতে ইংরেজিতে কথা বলুন। কনফিডেন্স বুস্ট পাবেন।


ইংরেজী লেখার দক্ষতাঃ

ইংরেজি লেখায় দক্ষ হতে হলে অবশ্যই আপনার ভালো গ্রামার জানতে হবে এবং অনেক শব্দ জানতে হবে। আজকে থেকে বাংলা লেখা কমিয়ে দিয়ে ইংরেজিতে বেশি বেশি লেখা শুরু করুন। গ্রামার শিখুন এবং অনুশিলন করুন। কথা বলার সময় হয়তোবা ছোট খাটো গ্রামার ভুল নিয়েও আপনি এড়িয়ে যেতে পারবেন কিন্তু লেখার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। আর প্রথম দিকে প্রচুর ভুল হবে। ভুল করতে করতেই একদিন দেখবেন ভুলের সংখ্যাটা অনেক কমে গেছে। মাথায় যা আসে তাই ইংরেজিতে লেখুন অবশ্যই নিজের পারসনাল নোট বুক অথবা ডকুমেন্টে, সোশাল মিডিয়ায় লেখে হাসির পাত্র হবেন না। অথবা যারা হাসবে না এবং ভুল গুলো ধরিয়ে দিবে তাদের সাথে শেয়ার করতে পারেন।

অনলাইনে গ্রামার কারেকশন অনেক সফটওয়্যার পাওয়া যায় কিন্তু আপনি যদি অনর্গল লিখে যেতে না পারেন তাহলে সেগুলো কোন কাজে দিবে না।

অনুশীলন করুন স্মার্ট ভাবে, শেখার মন মানসিকতা নিয়ে তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না। একদিন আপনার নিজেকে দেখে আপনি নিজেই অবাক হয়ে জাবেন যেদিন দেখবেন ইংরেজি দুই লাইন না বলতে পাড়া মানুষটা যখন অনর্গল কথা বলছে। বিশ্বাস রাখুন আপনি পারবেন।

Exit mobile version