Site icon Trickbd.com

দারুণ একটি কোরবানি ঈদের কবিতা।না পরলে মিস করবেন।।

Unnamed


গরু ডাকে হাম্বা হাম্বাছাগল ডাকে ব্যা ,মহিষ বলে কি হয়েছেএত চেঁচাও ক্যা ?মনের দুঃখে বলে গরুকি আর কবো ভাই ,কাল সকালে হতে হবেকুরবানির জবাই !কেঁদে কেঁদে ছাগল জানায়আমারো কেস তাই ,তুমিও ভাই পাড় পাবেনাবাঁচার উপায় নাই !কথা শুনে মৃদু হাসেমহিষ ভায়া তখন ,ভাল করে বুঝিয়ে দেয়জ্ঞানী গুরুর মতন ।শোন হে ভাই শোন তবেআসল কথা কই ,আমরাতো কেউ এ দুনিয়ায়অমর মোটেও নই !একদিন হলেও যেতে হবেদুদিন আগে পরে ,তার চেয়ে ভাল কুরবান হওয়ামহান আল্লাহর তরে !ছাগল গরু ভেবে দেখেকথা পুরো ঠিক ,সাথে সাথে কান্না থামায়নিজেদের দেয় ধিক !
উঁচু কন্ঠে বলে ওঠেওহে মহিষ ভাই ,আল্লাহর তরে প্রস্তুত মোরামনে আর ভয় নাই !
Exit mobile version