পরীক্ষা নিয়ে কিছুটা চিন্তা থাকাটাই স্বাভাবিক।পড়ালেখা থাকলেই পরীক্ষা থাকবে। পরীক্ষা থেকে বাঁচার কোন উপায় নেই। পরীক্ষায় ভাল ফলাফল সবারই কাম্য। আমাদের অনেকেই অনার্স ১ম বর্ষ পরীক্ষা চলছে।
১। খাতায় সুন্দরভাবে উপস্থাপন করতে হবে।
পরীক্ষার খাতায় গোছানো উপস্থাপন শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে, যা অধিক নম্বর পেতে সহায়ক।
২। নোট তৈরী করতে হবে।
নোট করে পড়া ভাল ফলাফলের জন্য বেশ কার্যকর।
৩। গ্রুপ স্টাডি করা:
ভাল ফলাফল করার জন্য গ্রুপ স্টাডি খুব গুরুত্বপূর্ণ।
৪। পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করা:
৫। পরীক্ষার খাতায় সিরিয়াল মত লেখা;
৬। পরীক্ষার খাতায় বানান ভুল না করা;
৭। পড়ে না দেখে লেখার অভ্যাস
করা:
আরো বিস্তারিত পড়তে নিচের লিংকে ভিজিট করুন
2 thoughts on "অনার্স পরীক্ষায় ভালো করার সহজ উপায়"