Site icon Trickbd.com

জেনে নিন বাংলাদেশ সংবিধানের নাড়ি ভুড়ি পর্ব ৩ সকলকে দেখার অনুরোধ রইলো

Unnamed

আরো বেশ কিছু অনুচ্ছেদ আপনাদের নিজেদের
প্রয়োজনে পড়তেই হবে। সেগুলো হলঃ
• * অনুচ্ছেদ-৪৬- দায়মুক্তি বিধানের ক্ষমতা
• * অনুচ্ছেদ-৬৩- যুদ্ধ
• * অনুচ্ছেদ- ৬৪- অ্যাটনী জেনারেল
• * অনুচ্ছেদ- ৮১-অর্থবিল (টীকা হিসেবে অনেকবার
এসেছে, টীকা হিসেবে তাই খুব ই গুরুত্বপূর্ণ)
• * অনুচ্ছেদ-৮৩-অধ্যাদেশ প্রনয়নের ক্ষমতা
• * অনুচ্ছেদ- ১১৭-প্রশাসনিক ট্রাইবুনাল
• * অনুচ্ছেদ- ১২২-ভোটার তালিকায় নামভুক্তির
যোগ্যতা
• * অনুচ্ছেদ-১৪১ ক, খ, গ- জরুরী অবস্থা
• * অনুচ্ছেদ- ১৪২-সংবিধান সংশোধন
• * ১৪৫ক- আন্তর্জাতিক চুক্তি
• * ১৪৮- পদের শপথ
প্রথম ভাগ: প্রজাতন্ত্র
[বাংলাদেশের সংবিধান]
বাংলাদেশের সংবিধান
অনুচ্ছেদ – ১: প্রজাতন্ত্র
অনুচ্ছেদ – ২: প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা
অনুচ্ছেদ – ২ক: রাষ্ট্রধর্ম
অনুচ্ছেদ – ৩: রাষ্ট্রভাষা
অনুচ্ছেদ – ৪: জাতীয় সংগীত, পতাকাও প্রতীক
অনুচ্ছেদ – ৪ক: জাতির পিতার প্রতিকৃতি
অনুচ্ছেদ – ৫: রাজধানী
অনুচ্ছেদ – ৬: নাগরিকত্ব
অনুচ্ছেদ – ৭: সংবিধানের প্রাধান্য
অনুচ্ছেদ – ৭ক: সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি
অপরাধ
অনুচ্ছেদ – ৭খ: সংবিধানের মৌলিক বিধানাবলী
সংশোধন অযোগ্য
দ্বিতীয় ভাগ: রাষ্ট্রপরিচালনার মূলনীতি
অনুচ্ছেদ – ৮: মূলনীতিসমূহ
অনুচ্ছেদ – ৯: জাতীয়তাবাদ
অনুচ্ছেদ – ১০: সমাজতন্ত্র ও শোষণমুক্তি
অনুচ্ছেদ – ১১: গণতন্ত্র ও মানবাধিকার
অনুচ্ছেদ – ১২: ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা
অনুচ্ছেদ – ১৩: মালিকানার নীতি
অনুচ্ছেদ – ১৪: কৃষক ও শ্রমিকের মুক্তি
অনুচ্ছেদ – ১৫: মৌলিক প্রয়োজনের ব্যবস্থা
অনুচ্ছেদ – ১৬: গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব
অনুচ্ছেদ – ১৭: অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা
অনুচ্ছেদ – ১৮: জনস্বাস্থ্য ও নৈতিকতা
অনুচ্ছেদ – ১৮ক: পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও
উন্নয়ন
অনুচ্ছেদ – ১৯: সুযোগের সমতা
অনুচ্ছেদ – ২০: অধিকার ও কর্তব্যরূপে কর্ম
অনুচ্ছেদ – ২১: নাগরিক ও সরকারী কর্মচারীদের
কর্তব্য
অনুচ্ছেদ – ২২: নির্বাহী বিভাগ হইতে বিচার
বিভাগের পৃথকীকরণ
অনুচ্ছেদ – ২৩: জাতীয় সংস্কৃতি
অনুচ্ছেদ – ২৩ক: উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-
গোষ্ঠি ও সম্প্রদায়ের সংস্কৃতি
অনুচ্ছেদ – ২৪: জাতীয় স্মৃতিনিদর্শন প্রভৃতি
অনুচ্ছেদ – ২৫: আন্তর্জাতিক শান্তি, নিরপত্তা ও
সংহতির উন্নয়ন
তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
অনুচ্ছেদ – ২৬: মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস
আইন বাতিল
অনুচ্ছেদ – ২৭: আইনের দৃষ্টিতে সমতা
অনুচ্ছেদ – ২৮: ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য
অনুচ্ছেদ – ২৯: সরকারি নিয়োগলাভের সুযোগের
সমতা
অনুচ্ছেদ – ৩০: বিদেশী খেতাব প্রভৃতি গ্রহণ
নিষিদ্ধকরণ
অনুচ্ছেদ – ৩১: আইনের আশ্রয় লাভের অধিকার
অনুচ্ছেদ – ৩২: জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার-
রক্ষণ
অনুচ্ছেদ – ৩৩: গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষাকবচ
অনুচ্ছেদ – ৩৪: জবরদস্তি-শ্রম নিষিদ্ধকরণ
অনুচ্ছেদ – ৩৫: বিচার ও দন্ড সস্পর্কে রক্ষণ
অনুচ্ছেদ – ৩৬: চলাফেরার স্বাধীনতা
অনুচ্ছেদ – ৩৭: সমাবেশের স্বাধীনতা
অনুচ্ছেদ – ৩৮: সংগঠনের স্বাধীনতা
অনুচ্ছেদ – ৩৯: চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং
বাক্-স্বাধীনতা
অনুচ্ছেদ – ৪০: পেশা ও বৃত্তির স্বাধীনতা
অনুচ্ছেদ – ৪১: ধর্মীয় স্বাধীনতা
অনুচ্ছেদ – ৪২: সম্পত্তির অধিকার
অনুচ্ছেদ – ৪৩: গৃহ ও যোগাযোগের রক্ষণ
অনুচ্ছেদ – ৪৪: মৌলিক অধিকার বলবৎকরণ
অনুচ্ছেদ – ৪৫: শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে
অধিকারের পরিবর্তন
অনুচ্ছেদ – ৪৬: দায়মুক্তি বিধানের ক্ষমতা
অনুচ্ছেদ – ৪৭: কতিপয় আইনের হেফাজত
অনুচ্ছেদ – ৪৭ক: সংবিধানের কতিপয় বিধানের
অপ্রযোজ্যতা
চতুর্থভাগ: নির্বাহী বিভাগ

অনুচ্ছেদ – ৪৮: রাষ্ট্রপতি
অনুচ্ছেদ – ৪৯: ক্ষমা প্রদর্শনের অধিকার
অনুচ্ছেদ – ৫০: রাষ্ট্রপতি-পদের মেয়াদ
অনুচ্ছেদ – ৫১: রাষ্ট্রপতির দায়মুক্তি
অনুচ্ছেদ – ৫২: রাষ্ট্রপতির অভিশংসন
অনুচ্ছেদ – ৫৩: অসামর্থের কারণে রাষ্ট্রপতির
অপসারণ
অনুচ্ছেদ – ৫৪: অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতি-
পদে স্পীকার
২য় পরিচ্ছেদ: প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভা
অনুচ্ছেদ – ৫৫: মন্ত্রীসভা
অনুচ্ছেদ – ৫৬: মন্ত্রীগণ
অনুচ্ছেদ – ৫৭: প্রধানমন্ত্রীর পদের মেয়াদ
অনুচ্ছেদ – ৫৮: অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ
অনুচ্ছেদ – ৫৮ক: পরিচ্ছেদের প্রয়োগ। – সংবিধান
(পঞ্চদশ সংশোধন) আইন ২০১১, ২০নং ধারাবলে
বিলুপ্ত।
২ক পরিচ্ছেদ: নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার
২ক পরিচ্ছেদ: নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার (৫৮খ,
৫৮গ, ৫৮ঘ, ৫৮ঙ) [২ক পরিচ্ছেদ: নির্দলীয়
তত্ত্বাবধায়ক সরকার] সংবিধান (পঞ্চদশ সংশোধন)
আইন ২০১১, ২১ নং ধারাবলে বিলুপ্ত।
৩য় পরিচ্ছেদ: স্থানীয় শাসন
অনুচ্ছেদ – ৫৯: স্থানীয় শাসন
অনুচ্ছেদ – ৫০: স্থানীয় শাসন-সংক্রান্ত প্রতিষ্ঠানের
ক্ষমতা
৪র্থ পরিচ্ছেদ: প্রতিরক্ষা কর্মবিভাগ
অনুচ্ছেদ – ৬১: সর্বাধিনায়কতা
অনুচ্ছেদ – ৬২: প্রতিরক্ষা কর্মবিভাগে ভর্তি প্রভৃতি
অনুচ্ছেদ – ৬৩: যুদ্ধ
৫ম পরিচ্ছেদ: অ্যাটর্নি জেনারেল
অনুচ্ছেদ – ৬৪: অ্যাটর্নি জেনারেল
পঞ্চম ভাগ: আইনসভা
১ম পরিচ্ছেদ: সংসদ
অনুচ্ছেদ – ৬৫: সংসদ প্রতিষ্ঠা
অনুচ্ছেদ – ৬৬: সংসদের নির্বাচিত হইবার যোগ্যতা ও
অযোগ্যতা
অনুচ্ছেদ – ৬৭: সদস্যদের আসন শূণ্য হওয়া
অনুচ্ছেদ – ৬৮: সংসদ সদস্যদের পারিশ্রমিক প্রভৃতি
অনুচ্ছেদ – ৬৯: শপধ গ্রহণের পূর্বে আসন গ্রহণ বা
ভোটদান করিলে সদস্যের অর্থদন্ড
অনুচ্ছেদ – ৭০: রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা
দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূণ্য হওয়া
অনুচ্ছেদ – ৭১: দ্বৈত-সদস্যতায় বাধা
অনুচ্ছেদ – ৭২: সংসদের অধিবেশন
অনুচ্ছেদ – ৭৩: সংসদের রাষ্ট্রপতির ভাষণ ও বাণী
অনুচ্ছেদ – ৭৩ক: সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার
অনুচ্ছেদ – ৭৪: স্পীকার ও ডেপুটি স্পীকার
অনুচ্ছেদ – ৭৫: কার্যপ্রণালী-বিধি, কোরাম প্রভৃতি
অনুচ্ছেদ – ৭৬: সংসদের স্থায়ী কমিটিসমূহ
অনুচ্ছেদ – ৭৭: ন্যায়পাল
অনুচ্ছেদ – ৭৮: সংসদ ও সদস্যদের বিশেষ-অধিকার
দায়মুক্তি
অনুচ্ছেদ – ৭৯: সংসদ-সচিবালয়
২য় পরিচ্ছেদ: আইনপ্রণয়ন ও অর্থ-সংক্রান্ত পদ্ধতি
অনুচ্ছেদ – ৮০: আইনপ্রণয়ণ – পদ্ধতি
অনুচ্ছেদ – ৮১: অর্থবিল
অনুচ্ছেদ – ৮২: আর্থিক ব্যবস্থাবলীর সুপারিশ
অনুচ্ছেদ – ৮৩: সংসদের আইন ব্যতীত করারোপে বাধা
অনুচ্ছেদ – ৮৪: সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের
সরকারী হিসাব
অনুচ্ছেদ – ৮৫: সরকারী অর্থের নিয়ন্ত্রণ
অনুচ্ছেদ – ৮৬: প্রজাতন্ত্রের সরকারি হিসাব প্রদেয়
অর্থ
অনুচ্ছেদ – ৮৭: বার্ষিক আর্থিক বিবৃতি
অনুচ্ছেদ – ৮৮: সংযুক্ত তহবিলের উপর দায়
অনুচ্ছেদ – ৮৯: বার্ষিক আর্থিক বিবৃতি সস্পর্কিত
পদ্ধতি
অনুচ্ছেদ – ৯০: নির্দিষ্টকরণ আইন
অনুচ্ছেদ – ৯১: সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী
অনুচ্ছেদ – ৯২: হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট
৩য় পরিচ্ছেদ: অধ্যাদেশ প্রণয়ণ ক্ষমতা
অনুচ্ছেদ – ৯৩: অধ্যাদেশ প্রণয়ণ-ক্ষমতা
ষষ্ঠ ভাগ: বিচারবিভাগ
১ম পরিচ্ছেদ: সুপ্রীম কোর্ট
অনুচ্ছেদ – ৯৪: সুপ্রীমকোর্ট প্রতিষ্ঠা
অনুচ্ছেদ – ৯৫: বিচারক-নিয়োগ
অনুচ্ছেদ – ৯৬: বিচারকের পদের মেয়াদ
অনুচ্ছেদ – ৯৭: অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ
অনুচ্ছেদ – ৯৮: সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ
অনুচ্ছেদ – ৯৯: অবসর গ্রহণের পর বিচারকগণের
অক্ষমতা
অনুচ্ছেদ – ১০০: সুপ্রীম কোর্টের আসন
অনুচ্ছেদ – ১০১: হাইকোর্ট বিভাগের এখতিয়ার
অনুচ্ছেদ – ১০২: কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি
দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা
অনুচ্ছেদ – ১০৩: আপীল বিভাগের এখতিয়ার
অনুচ্ছেদ – ১০৪: আপীল বিভাগের পরোয়ানা জারী ও
নির্বাহ
অনুচ্ছেদ – ১০৫: আপীল বিভাগ কর্তৃক রায় বা আদেশ
পুনর্বিবেচনা
অনুচ্ছেদ – ১০৬: সুপ্রীম কোর্টের উপদেষ্টামূলক
এখতিয়ার
অনুচ্ছেদ – ১০৭: সুপ্রীম কোর্টের বিধি প্রণয়ণ-ক্ষমতা
অনুচ্ছেদ – ১০৮: কোর্ট অব রেকর্ডরূপে সুপ্রীম কোর্ট
অনুচ্ছেদ – ১০৯: আদালত সমূহের উপর ত্ত্ত্বাবধান ও
নিয়ন্ত্রণ
অনুচ্ছেদ – ১১০: অধঃস্তন আদালত হইতে হাইকোর্ট
বিভাগের মামলা স্থানান্তর
অনুচ্ছেদ – ১১১: সুপ্রীম কোর্টের রায়ের বাধ্যতামূলক
কার্যকরতা
অনুচ্ছেদ – ১১২: সুপ্রীম কোর্টের সহায়তা
অনুচ্ছেদ – ১১৩: সুপ্রীম কোটের্র কর্মচারীগণ
২য় পরিচ্ছেদ: অধস্তন আদালত
অনুচ্ছেদ – ১১৪: অধস্তন আদালতসমূহ প্রতিষ্ঠা
অনুচ্ছেদ – ১১৫: অধস্তন আদালতে নিয়োগ
অনুচ্ছেদ – ১১৬: অধন্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ ও
শৃঙ্খলা
অনুচ্ছেদ – ১১৬ক: বিচার বিভাগীয় কর্মচারীগণ
বিচারকার্য পালনের ক্ষেত্রে স্বাধীন
৩য় পরিচ্ছেদ: প্রশাসনিক ট্রাইব্যুনাল
অনুচ্ছেদ – ১১৭: প্রশাসনিক ট্রাইব্যুনাল সমূহ
ষষ্ঠ-ক ভাগ: জাতীয় দল [বিলুপ্ত] (পঞ্চদশ সংশোধনী)
২০১১ সনের ১৪নং আইনের ৪১নং ধারাবলে বিলুপ্ত
সপ্তম ভাগ: নির্বাচন
অনুচ্ছেদ – ১১৮: নির্বাচন কমিশন প্রতিষ্ঠা
অনুচ্ছেদ – ১১৯: নির্বাচন কমিশনের দায়িত্ব
অনুচ্ছেদ – ১২০: নির্বাচন কমিশনের কর্মচারীগণ
অনুচ্ছেদ – ১২১: প্রতি এলাকার জন্য একটিমাত্র
ভোটার তালিকা
অনুচ্ছেদ – ১২২: ভোটার তালিকায় নামভুক্তির
যোগ্যতা
অনুচ্ছেদ- ১২৩: নির্বাচন অনুষ্ঠানের সময়
অনুচ্ছেদ – ১২৪: নির্বাচন সম্পর্কে সংসদের বিধান
প্রণয়ণের ক্ষমতা
অনুচ্ছেদ – ১২৫: নির্বাচনী আইন ও নির্বাচনের বৈধতা
অনুচ্ছেদ – ১২৬: নির্বাচন কমিশনকে নির্বাহী
কর্তৃপক্ষের সহায়তাদান
অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
অনুচ্ছেদ – ১২৭: মহা হিসাব-নিরীক্ষক পদের প্রতিষ্ঠা
অনুচ্ছেদ – ১২৮: মহা হিসাব-নিরীক্ষকের দায়িত্ব
অনুচ্ছেদ – ১২৯: মহা হিসাব-নিরীক্ষকের কর্মের
মেয়াদ
অনুচ্ছেদ – ১৩০: অস্থায়ী মহা হিসাব-নিরীক্ষক
অনুচ্ছেদ – ১৩১: প্রজাতন্ত্রের হিসাবরক্ষার আকার ও
পদ্ধতি
অনুচ্ছেদ – ১৩২: সংসদে মহা হিসাব-নিরীক্ষকের
রিপোর্ট উপস্থাপন
নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ
১ম পরিচ্ছেদ: কর্মবিভাগ
অনুচ্ছেদ – ১৩৩: নিয়োগ ও কর্মের শর্তাবলী
অনুচ্ছেদ – ১৩৪: কর্মের মেয়াদ
অনুচ্ছেদ – ১৩৫: অসাময়িক সরকারি কর্মচারীদের
বরখাস্ত প্রভৃতি
অনুচ্ছেদ – ১৩৬: কর্মবিভাগ-পূনর্গঠন
২য় পরিচ্ছেদ: সরকারী কর্ম কমিশন
অনুচ্ছেদ – ১৩৭: কমিশন প্রতিষ্টা
অনুচ্ছেদ – ১৩৮: সদস্য-নিয়োগ
অনুচ্ছেদ – ১৩৯: পদের মেয়াদ
অনুচ্ছেদ – ১৪০: কমিশনের দায়িত্ব
অনুচ্ছেদ – ১৪১: বার্ষিক রিপোর্ট
নবম-ক ভাগ: জরুরী বিধানাবলী
অনুচ্ছেদ – ১৪১ক: জরুরী-অবস্থা ঘোষণা
অনুচ্ছেদ – ১৪১খ: জরুরী-অবস্থার সময় সংবিধানের
কতিপয় অনুচ্ছেদের বিধান স্থগিতকরণ
অনুচ্ছেদ – ১৪১গ: জরুরী-অব্স্থার সময় মৌলিক
অধিকারসমূহ স্থগিতকরণ
দশম ভাগ: সংবিধান সংশোধন
অনুচ্ছেদ – ১৪২: সংবিধানের বিধান সংশোধন ক্ষমতা
একাদশ ভাগ: বিবিধ
অনুচ্ছেদ – ১৪৩: প্রজাতন্ত্রের সম্পত্তি
অনুচ্ছেদ – ১৪৪: সম্পত্তি ও কারবার প্রভৃতি-প্রসঙ্গ
ে নির্বাহী কর্তৃত্ব
অনুচ্ছেদ – ১৪৫: চুক্তি ও দলিল
অনুচ্ছেদ – ১৪৫ক: আন্তর্জাতিক চুক্তি
অনুচ্ছেদ – ১৪৬: বাংলাদেশের নামে মামলা
অনুচ্ছেদ – ১৪৭: কতিপয় পদাধিকারীর পারিশ্রমিক
প্রভৃতি
অনুচ্ছেদ – ১৪৮: পদের শপথ
অনুচ্ছেদ – ১৪৯: প্রচলিত আইনের হেফাজত
অনুচ্ছেদ – ১৫০ ক্রান্তিকালীন ও অস্থায়ী
বিধানাবলী
অনুচ্ছেদ – ১৫১: রহিতকরণ
অনুচ্ছেদ – ১৫২: ব্যাখ্যা
অনুচ্ছেদ – ১৫৩: প্রবর্তক, উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ
তথ্য সুএঃইন্টারনেট