Site icon Trickbd.com

[জেনে নিন] কিভাবে NU অনার্স ১ম বর্ষ ১৯-২০ মাইগ্রেশন বা বিষয় পরিবর্তন করবেন ?

কিভাবে NU অনার্স ১ম বর্ষ ১৯-২০ মাইগ্রেশন বা বিষয় পরিবর্তন করবেন ?

আস্সালামুআলাইুম…

হ্যালো বন্ধুরা !

আমি ছাদিকুর রহমান।

আমি আজ আপনাদের সামনে আলোচনা করব যে আপনারা কিভাবে আপনাদেরকে দেওয়া মাইগ্রেশন বা বিষয় পরিবর্তন করবেন?

➥আপনাদের মধ্যে অনেক আছে যাদের মনের মত সাবজেক্ট পাইছে না। তাই সে ভাবছে যে কিভাবে এটা পরিবর্তন করা যায় ? ত আমি আজ আপনাদেরকে এটার সমাধান দেব। এর জন্য সম্পূর্ণ পোস্ট ভাল করে পড়তে হবে।

 

মাইগ্রেশন বা বিষয় পরিবর্তন?

আপনাদের মধ্যে অনেক আছে যারা মাইগ্রেশন বা বিষয় পরিবর্তন কি কিভাবে করতে হয় এবং এটা করলে কি হবে এই সম্পর্কে জানে না।

এর উত্তর হল যে,জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ ভর্তি প্রক্রিয়ার ১ম/২য় মেধাতালিকায় সুযোগ প্রাপ্ত ভর্তি ইচ্ছুকরা তাদের সুযোগপ্রাপ্ত বিষয়টি পছন্দ না হলে চাইলে বিষয় পরিবর্তনের জন্য আবেদন করতে পারেন। এই প্রক্রিয়াকে বিষয় পরিবর্তন বা মাইগ্রেশন বলা হয়ে থাকে। অথবা মাইগ্রেশন বা বিষয় পরিবর্তন হল যে আপনারকে কলজে যে সাবজেক্ট দিছে সেটাতে আপনি সন্তুষ্ট না থাকলে আপনে আপনার সাবজেক্ট পরিবর্তন করতে পারবে।

তবে হ্যাঁ মাইগ্রেশন বা বিষয় পরিবর্তন করার জন্য আপনে যে সাবজেক্ট পাইছেন শুধুমাত্র এই উপরে দেওয়া সাবজেক্টগুলোতে মাইগ্রেশন বা বিষয় পরিবর্তন করতে পারবেন। অন্যথায় আপনে  নিচের দিকে করতে পারবেন না।

 

উদাহরণঃ 

আপনার চয়েজ গুলো এমনঃ 1) Accounting, 2) Management, 3) Economics, 4) Finance, 5) Marketing.

এই ৫টা বিষয়ের মধ্যে আপনার ৩ নম্বরটা আসছে মেধা তালিকায়, তাহলে আপনি বিষয় চেঞ্জ বা মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করলে আপনার জন্য ১ ও ২ নম্বর যেকোন ১টা পাবার সম্ভাবনা থাকবে। কিন্তু আপনি যদি মেধা তালিকায় ১ম চয়েজ পেয়ে যান তাহলে মাইগ্রেশন আবেদন করলেও সেটা গ্রহণ করা হবেনা।

 

মাইগ্রেশন বা বিষয় চেঞ্জ আবেদনের কিছু গুরুত্বপুর্ণ বিষয়ঃ

 

উল্লেখ্য যে, যারা ১ম ও ২য় মেধা তালিকায় চাঞ্চ পাবে শুধুমাত্র তারাই মাইগ্রেশন বা বিষয় চেঞ্জের আবেদন করার সুযোগ পাবে।

 

 

 

উপরে প্রদর্শিত ছবিতে আপনি যদি মাইগ্রেশন বা বিষয় চেঞ্জ করতে চান তাহলে YES বাটনে ক্লিক করবেন আর যদি করতে না চান তাহলে অটোমেটিক NO দেয়া থাকবে ফরমে।অতঃপর আপনি ফরমটি সম্পূর্ণ লিখার পর Save Information এ ক্লিক করুন।

নিচে ছবি দেখুন।

➥তারপর আপনাকে DOWNLOAD PDF একটি ফরম ডাউনলোড করতে হবে? 

মাইগ্রেশন বা বিষয় পরিবর্তন এই ফলাফল কবে?

মাইগ্রেশন বা বিষয় পরিবর্তন হইয়েছে কি না এটা জানার জন্য আপনাকে দ্বিতীয় মেধা তালিকার ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি দ্বিতীয় মেধা তালিকার আগে পরিবর্তন হতে পারে। তবে এটার জন্য আপনাদের কোন ধরণের চিন্তা করা লাগবে না। আপনি কলেজের দেওয়া সাবজেক্ট নিয়া ভর্তি হবেন। কারন যদি আপনার বিষয় পরিবর্তন হয় তাহলে ১ম এ যে ভর্তি হবেন সেখান থেকে কাগজপত্র নিয়া পরে যেই সাবজেক্ট পাবেন সেই ডিপার্টমেন্ট নিয়া জমা দিবেন তাহলেই কাজ শেষ ।

 

✿ বিশেষ দ্রষ্টব্যঃ
▥▥▥▥▥▥▥▥▥▥▥
➥ মানুষ মাত্রই ভুল। তাই ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

 

➥আমার অনন্য পোস্টঃ 

>[জেনে নিন] NU অনার্স ১ম বর্ষ ১৯-২০ এর ভর্তির জন্য হতে কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে ?

[জেনে নিন] কিভাবে NU অনার্স ১ম বর্ষ ১৯-২০ এর ভর্তির ফলাফল দেখবেন ?

[দেখে নিন] কিভাবে ফেসবুক নাম্বার বা ইমেইল ছাড়া ফেসবুক লগিন করবেন শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে !

[?HOT POST] Newspaper9 Blogger Style Update Latest Version Template 2019 !

[Nulled] NewsPilot – Autopilot News Script 2019 Download Free!

>[Nulled] OVOO – Live TV & Movie Portal CMS with Unlimited TV-Series Download For Free !

>[NEW] Zorex-Movie Blogger Premium Template !

>[HOT] কিভাবে ৬০ দিন আগেই Facebook এর নাম পরিবর্তন করবেন !

>[NEW] Download Techtune Blogger Theme Premium Version !

>[NEW] ওটিজি বা OTG কি কিভাবে OTG ব্যবহার করবেন !!!

>[HOT] Stock_Rom_Backup_রাখার_টিউটোরিয়াল‬ !!!

 

আশা করি আপনাদের ভাল লেগেছে…।
ধন্যবাদ সবাইকে…
সবাই ভালো থাকবেন ধন্যবাদ
আমার ফেসবুক : Sadikur Rahman Mejan
আমার সাইট ভিজিট কারার অনুরুধ রইল।

সাইট লিঙ্কঃ

SolutionsBangla.com

ScienceNews21