NU অনার্স ১ম বর্ষে ভর্তি হতে পারেনি তাদের করনীয় Honours Admission 2019?
✿আমাদের কি করনীয়?
✿রিলিজ স্লিপ আবেদনের সময়ঃ
✿আমি কি ঐ কলেজে আবেদন করতে পারব?
✿কতটি কলেজে আবেদন করতে পারব?
✿আমি কি বিষয় চয়েজ করতে পারব?এবং কতটা?
✿রিলিজ স্লিপে আবেদনের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
- বাধ্যতামূলকভাবে ৫ টি কলেজের নাম দিতে হবে।
- প্রতি কলেজে আলাদা আলাদা করে বিষয় চয়েজ দেয়া যাবে।
- আগের কলেজে আবেদন করা যাবে।
- এই আবেদনের কপি কলেজে জমা দিতে হবেনা।
- রিলিজ স্লিপ আবেদনের জন্য কোন বোর্ড ফি দিতে হয়না।
- এটা শুধু অনলাইনে আবেদন করলেই হবে।
- রিলিজ আবেদন ১বার সাবমিট করার পর বাতিল করে ১বার সংশোধন করা যাবে।
- রিলিজ স্লিপের আবেদন করার সময়ে অনলাইনে চেক করা যাবে কোন কলেজে কোন বিষয়ে কত আসন খালী আছে।
- যে কলেজে বা যে বিষয়ে বেশী আসন খালী থাকবে সেটাতে করাটা বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি।
- রিলিজ স্লিপে চাঞ্চ পেলে সেই বিষয়ে মাইগ্রেশন করা যায়না।
- রিলিজ স্লিপ আবেদন করার আগে সব কিছু যাচাই বাছাই করে তারপর আবেদন করবেন।
- আগে করলে আগে চাঞ্চ পাবেন রিলিজ স্লিপে এমন কিছু নেই, যার পয়েন্ট বেশি থাকবে সেই চাঞ্চ পাবে।
- চেষ্টা করবেন নির্দিষ্ট সময়ের মাঝামাঝি সময়ে আবেদন করার জন্য তাহলে সার্ভারে সমস্যা কম থাকবে।
- ১ম রিলিজ স্লিপের পরে ২য় রিলিজ স্লিপের আবেদন করার সুযোগ দিতে পারে।
✿রিলিজ স্লিপে কোথায় জমা দেব?
✿ফর হেল্পঃ
✿ বিশেষ দ্রষ্টব্যঃ
▥▥▥▥▥▥▥▥▥▥▥
➥ মানুষ মাত্রই ভুল। তাই ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
➥আমার অনন্য পোস্টঃ
>[জেনে নিন] কিভাবে NU অনার্স ১ম বর্ষ ভর্তির ২য় মেধা তালিকা ও মাইগ্রেশন ফলাফল দেখার নিয়ম 2019
>[?HOT POST] Facebook কে Continue Reading এর ভিতরে লিঙ্ক দেবার নিয়ম।
>[জেনে নিন] কিভাবে NU অনার্স ১ম বর্ষ ১৯-২০ মাইগ্রেশন বা বিষয় পরিবর্তন করবেন ?
>[জেনে নিন] NU অনার্স ১ম বর্ষ ১৯-২০ এর ভর্তির জন্য হতে কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে ?
> [জেনে নিন] কিভাবে NU অনার্স ১ম বর্ষ ১৯-২০ এর ভর্তির ফলাফল দেখবেন ?
> [দেখে নিন] কিভাবে ফেসবুক নাম্বার বা ইমেইল ছাড়া ফেসবুক লগিন করবেন শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে !
> [?HOT POST] Newspaper9 Blogger Style Update Latest Version Template 2019 !
> [Nulled] NewsPilot – Autopilot News Script 2019 Download Free!
>[Nulled] OVOO – Live TV & Movie Portal CMS with Unlimited TV-Series Download For Free !
>[NEW] Zorex-Movie Blogger Premium Template !
>[HOT] কিভাবে ৬০ দিন আগেই Facebook এর নাম পরিবর্তন করবেন !
>[NEW] Download Techtune Blogger Theme Premium Version !