Site icon Trickbd.com

মোবাইল দিয়েই ইংরেজী শিখুন খেলার তালে তালে খুব সহজেই

Unnamed


আপনার কাছে যদি একটা এন্ড্রোয়েড ফোন থাকে তাহলেই শিখতে পারেন আপনি ও ইংরেজী ভাষা।
আমাদের ইংরেজী ভাষা শেখা সবার কাছেই একটা কষ্টকর বিষয়, আচ্ছা এই কষ্টকর বিষয় টাকে যদি
খেলার তালে তালে শিখে ফেলা যায় তাহলে কেমন হয়।

নিশ্চয়ই ভালো তাইনা?

আপনি হ্যালো ইংলিশ এ্যাপটির মাধ্যমে খুব সহজেই ইংরেজী ভাষাকে খুব সহজেই শিখতে পারবেন।
এই এ্যাপটির মাধ্যমে আপনি কিছু ধাপে ধাপে ইংরেজী শিখতে পারবেন।
এ্যাপটির নির্মাতা এ্যাপটিকে একটি গেমস এ্যাপের মতো সাজিয়ে তৈরী করেছেন, যাতে শিক্ষার্থীরা গেমস খেলার ছলে তারা ইংরেজী ভাষাকে শেখাতে পারে।

এ্যাপটিতে ৪৭৫ টি লেস্যন আছে, প্রতিটি লেস্যনে পাঠ, গেমস এবং ইংরেজীতে কথা বলার প্রাকটিস আছে।
মদ্দা কথা হলো এ্যাপটি অসাধারণ, যারা ইংরজিতে দুর্বল, ইংরেজী নাম শুনলেই পা কাপে তারা এই এ্যাপটি ইন্সটল করে একটু ঘুরে দেখুন।

আমার বিশ্বাস আপনি এ্যাপটির প্রেমে পড়ে যাবেন, এবং ইংরেজী ভাষা ও সহজ হয়ে যাবে।

এ্যাপ ল্যাঙ্গুয়েজঃ বাংলা
এ্যাপটির সাইজ ৩৩ মেগাবাইট প্রায়।
Hello English


আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com
Exit mobile version