২০১৯-২০২০ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজে বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা ০১ নভেম্বর ২০১৯ তারিখে অনুষ্ঠিত হবে| এবার ভর্তির আবেদন প্রক্রিয়া ২৫ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে শুরু হয়ে ১৬ অক্টোবর রাত ১১.৫৯ পর্যন্ত (অনলাইনে) চলবে|
আবেদন ফি ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে যা টেলিটক প্রিপেইড সিম এর মাধ্যমে পরিশোধ করতে হয়। এরপর প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া ২৭-৩০ অক্টোবর তারিখের মধ্যে টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
ওয়েবসাইটের ঠিকানা
আবেদনের যোগ্যতা
★ ২০১৬ বা ২০১৭ সালের এস.এস.সি এবং ২০১৮ বা ২০১৯ সালের এইচ.এস.সি পরীক্ষায় পাশকৃত পরীক্ষার্থীরা কেবলমাত্র অংশগ্রহনের সুযোগ পাবেন।
★ ২০১৬ সালের পূর্বে পাশকৃত পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।
★ দেশের যেকোন বোর্ডের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট জিপিএর যোগফল কমপক্ষে ৯.০০ হতে হবে।
★ সকল উপজাতীয় (পার্বত্য ও সমতল জেলা) প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/ সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। তবে এককভাবে কোন পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য হবেন না।
★ সকলের জন্য এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যুনতম জিপি ৩.৫০ থাকতে হবে।
পরীক্ষা পদ্ধতি
★ পরীক্ষা হবে মোট ৩০০ নম্বরে। জিপিএ ২০০ এবং লিখিত পরীক্ষা ১০০ নম্বর।
জিপিএর হিসাব
★ এসএসসির জিপিএ এর ১৫ গুণ = ৭৫
★ এইচএসসির জিপিএ এর ২৫ গুণ = ১২৫
লিখিত পরীক্ষার মানবন্টন
✎ জীববিজ্ঞান- ৩০
✎ পদার্থ- ২০
✎ রসায়ন- ২৫
✎ ইংরেজী- ১৫
✎ সাধারণ জ্ঞান- ১০ ( বাংলদেশের ইতিহাস ও সংস্কৃতি -৬,আন্তর্জাতিক- ৪)
উল্লেখ্য, MCQ পরীক্ষায় পাশ নম্বর ৪০
যারা এখনো বিকাশ একাউন্ট খুলেন নাই তাড়া এই পোষ্ট টা দেখে একাউন্ট খুলেন।
আর ফ্রি ১৫০ টাকা বোনাস নিয়ে নিন।ধন্যবাদ