Site icon Trickbd.com

২০২০ সালে ৭ম শ্রেণিতে ক্যাডেট কলেজসমূহে ভর্তি বিজ্ঞপ্তি দেখে নিন।

Unnamed

ক্যাডেট কলেজ ভর্তি সার্কুলার ২০১৯-২০২০ – ক্যাডেট কলেজ ভর্তি তথ্যঃ ক্যাডেট কলেজসমূহ বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেলের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত স্বায়ত্তশাসিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান৷ ঐতিহ্যবাহী এসব প্রতিষ্ঠান লেখাপড়ার পাশাপাশি সমান গুরুত্বের সাথে সহশিক্ষা কার্যক্রম (Co-curricular Activities) পরিচালনা ও উন্নত চারিত্রিক গুণাবলি বিকাশের মাধ্যমে ক্যাডেটদের সুনাগরিক এবং চৌকস

ব্যক্তি হিসেবে গড়ে তোলে৷ সামরিক অফিসারের তত্ত্বাবধানে ক্যাডেটদের প্রাথমিক সামরিক প্রশিক্ষণ (Elementary Military Training) এবং নেতৃত্বের প্রশিক্ষণ
(Leadership Training) প্রদানের মাধ্যমে এমনভাবে গড়ে তোলা হয় যাতে ভবিষ্যতে তারা সশস্ত্রবাহিনীসহ সমাজের সব ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব প্রদান করতে পারে৷ বর্তমানে বাংলাদেশে ছেলেদের ০৯ টি এবং মেয়েদের ০৩ টি সহ মোট ১২ টি ক্যাডেট কলেজ রয়েছে৷ সব ক্যাডেট কলেজে ২০২০ সালে ৭ম শ্রেণিতে ক্যাডেট হিসেবে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহবান করা হয়েছে।

আবেদনের সময়সীমাঃ ০৩ নভেম্বর
২০১৯ তারিখ সকাল ০৮ টা থেকে শুরু হয়েছে এবং ১০
ডিসেম্বর ২০১৯ বিকাল ৫ টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে৷

লিখিত পরীক্ষার তারিখঃ ০৩ জানুয়ারি ২০২০ তারিখ, সকাল ৯:০০ – ১১:৩০ পর্যন্ত (গণিত-১০০ এবং বাংলা-৬০) ও ০২:৩০-০৪:৩০ পর্যন্ত (ইংরেজি-১০০ এবং সাধারণ জ্ঞান-৪০)

লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখঃ ০১-০৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখের মধ্যে।

আবেদনের যোগ্যতাঃ

১) জাতীয়তাঃ প্রার্থীকে বাংলাদেশী নাগরিক হতে হবে৷

২) শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে ৬ষ্ঠ শ্রেণি অথবা সমমানের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে৷
৩) বয়সঃ ০১ জানুয়ারি ২০২০ তারিখে ১৩ বছর ০৬ মাস৷
৪) শারীরিক যোগ্যতাঃ (i) উচ্চতাঃ ন্যুন্যতম সর্বোচ্চ ৪ ফুট ৮ ইঞ্চি (বালক/বালিকা উভয় ক্ষেত্রে প্রযোজ্য)৷ (ii) সুস্থতাঃ প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে৷
(iii) দৃষ্টি শক্তিঃ (১) চশমাবিহীনঃ (i) এক চক্ষুতেঃ ৬/১২ (ii) অন্য চক্ষুতেঃ ৬/১৮ (২) চশমাসহঃ (i) দৃষ্টি শক্তিঃ ৬/৬ (ii) অন্য চক্ষুতেঃ ৬/৬

ভর্তির বিজ্ঞপ্তি ডাউনলোড করেন।

যারা এখনো বিকাশ একাউন্ট খুলেন নাই তাড়া এই পোষ্ট টা দেখে একাউন্ট খুলেন। আর ফ্রি ১৫০ টাকা বোনাস নিয়ে নিন।