ক্যাডেট কলেজ ভর্তি সার্কুলার ২০১৯-২০২০ – ক্যাডেট কলেজ ভর্তি তথ্যঃ ক্যাডেট কলেজসমূহ বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেলের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত স্বায়ত্তশাসিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান৷ ঐতিহ্যবাহী এসব প্রতিষ্ঠান লেখাপড়ার পাশাপাশি সমান গুরুত্বের সাথে সহশিক্ষা কার্যক্রম (Co-curricular Activities) পরিচালনা ও উন্নত চারিত্রিক গুণাবলি বিকাশের মাধ্যমে ক্যাডেটদের সুনাগরিক এবং চৌকস
(Leadership Training) প্রদানের মাধ্যমে এমনভাবে গড়ে তোলা হয় যাতে ভবিষ্যতে তারা সশস্ত্রবাহিনীসহ সমাজের সব ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব প্রদান করতে পারে৷ বর্তমানে বাংলাদেশে ছেলেদের ০৯ টি এবং মেয়েদের ০৩ টি সহ মোট ১২ টি ক্যাডেট কলেজ রয়েছে৷ সব ক্যাডেট কলেজে ২০২০ সালে ৭ম শ্রেণিতে ক্যাডেট হিসেবে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহবান করা হয়েছে।
আবেদনের সময়সীমাঃ ০৩ নভেম্বর
২০১৯ তারিখ সকাল ০৮ টা থেকে শুরু হয়েছে এবং ১০
ডিসেম্বর ২০১৯ বিকাল ৫ টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে৷
লিখিত পরীক্ষার তারিখঃ ০৩ জানুয়ারি ২০২০ তারিখ, সকাল ৯:০০ – ১১:৩০ পর্যন্ত (গণিত-১০০ এবং বাংলা-৬০) ও ০২:৩০-০৪:৩০ পর্যন্ত (ইংরেজি-১০০ এবং সাধারণ জ্ঞান-৪০)
লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখঃ ০১-০৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখের মধ্যে।
আবেদনের যোগ্যতাঃ
১) জাতীয়তাঃ প্রার্থীকে বাংলাদেশী নাগরিক হতে হবে৷
৩) বয়সঃ ০১ জানুয়ারি ২০২০ তারিখে ১৩ বছর ০৬ মাস৷
৪) শারীরিক যোগ্যতাঃ (i) উচ্চতাঃ ন্যুন্যতম সর্বোচ্চ ৪ ফুট ৮ ইঞ্চি (বালক/বালিকা উভয় ক্ষেত্রে প্রযোজ্য)৷ (ii) সুস্থতাঃ প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে৷
(iii) দৃষ্টি শক্তিঃ (১) চশমাবিহীনঃ (i) এক চক্ষুতেঃ ৬/১২ (ii) অন্য চক্ষুতেঃ ৬/১৮ (২) চশমাসহঃ (i) দৃষ্টি শক্তিঃ ৬/৬ (ii) অন্য চক্ষুতেঃ ৬/৬
ভর্তির বিজ্ঞপ্তি ডাউনলোড করেন।