Site icon Trickbd.com

মুখে মুখে যেকোনো সংখ্যার বর্গ নির্ণয় করে বন্ধুদের চমকে দিন

Unnamed

আসসালামু আলাইকুম
আজকে আমরা শিখব ক্যালকুলেটর ছাড়া যেকোনো সংখ্যার বর্গ নির্ণয়

কেন শিখবেন

এটি আপনি দুটি কারণে শিখতে পারেন

তো চলুন শুরু করি
আজকে আমরা দুই , তিন , চার অঙ্কের যেকোনো সংখ্যার বর্গ নির্ণয় শিখব ।
প্রথমে দুই অংকের যে কোনো সংখ্যা নিন যেটার বর্গ বের করতে চান ।আমি ধরুন এগারো নিলাম ।
তাহলে আপনি ১১ এর বর্গ নির্ণয় করার জন্য তিনটি ঘর নিন ।শেষ ঘরে নিবেন শেষ এর অংক তথা ১ এর বর্গ অর্থাৎ ১।তার আগের ঘরে অংকে গুলো গুণ করে তার সাথে দুই গুণ করে দিন ।এখানে ১ গুণ ১ গুণ ২ অর্থাৎ ২ তা মাঝের ঘরে বসান ।তারপর প্রথম ঘরে প্রথম অংকটির বর্গ মানে এক এর বর্গ নিন অর্থাৎ এক ।তাহলে শেষ এর ঘরে বসল ১ তার আগের ঘরে বসেছিল ২ এবং প্রথম ঘরে বসেছিল ১ ।তাহলে আমরা ১১ এর বর্গ পেলেম ১২১ ।এভাবে আপনি যেকোনো ঘরের বর্গ নির্ণয় করতে পারবেন ।

আমি জানি আমি এখানে যতই এভাবে লিখি আপনি ঠিক মত বুঝতে পারবেন না ।তাই আপনারা যদি এটি শিখতে চান তাহলে নিচের লিংক এ গিয়ে ভিডিওটি দেখে নিন

click here to see


সৌজন্যে
Myproshno
ধন্যবাদ সবাইকে

আরো পড়ুন- রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি