Site icon Trickbd.com

অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতুন ল্যাপটপ, ট্যাব,স্মার্টফোন, ব্যাগপ্যাকসহ অনেক কিছু!

ভাই বন্ধুরা, আশা করছি সকলেই ভাল আছেন।

চলেন আপনাদেরকে আজ দেখাই কীভাবে অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ল্যাপটপ, ব্যাগপ্যাক,টি শার্ট, ট্যাব জিতে নিতে পারেন।

এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে পারবেঃ

১। যারা একাদশ – দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত।

২। SSC- 2020 পরীক্ষার্থী।

৩। HSC-2020 পরীক্ষার্থী।

*এবার চলুন পুরস্কার বন্টন টা দেখে নেওয়া যাক।

পুরস্কারঃ

চ্যাম্পিয়নঃ ল্যাপটপ + ব্যাগপ্যাক + পলোশার্ট + কুপন

রানার আপঃ ১০ ইঞ্চি ট্যাব + ব্যাগপ্যাক + পলোশার্ট + কুপন

৩য় পুরস্কারঃ স্মার্ট ফোন  + ব্যাগপ্যাক + পলোশার্ট + কুপন

৪র্থ থেকে ৫০তমঃ ব্যাগপ্যাক + পলোশার্ট + কুপন

৫০ তম থেকে ১০০ তমঃ পলোশার্ট + কুপন

১০০ তম থেকে ২০০ তমঃ ১০০০ টাকার গিফট কুপন

*কুপন আবার কী?

কুপন হচ্ছে এক প্রকার কোড যা দিয়ে এসো শিখি এপে থাকা ক্লাস গুলো ফ্রিতে কিনতে পারবেন।

এবার আসেন কোথায় কীভাবে অংশগ্রহণ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি।

*বাছাই পর্ব শুরু হয়ে গেছে মার্চের ১২ তারিখ।এখনো চলছে।যেকোনো সময় বাছাই পর্ব বন্ধ হয়ে যেতে পারে। তাই শিগগির করুন! 

এই প্রতিযোগিতা টি আয়োজন করতেছে “এসো শিখি লার্নিং এপ”। এই এপের মাধ্যমেই আপনাদেরকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।

এসো শিখি লার্নিং এপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

অথবা প্লেস্টোরে গিয়ে সার্চ করুন ” Esho Shikhi ” লিখে।তাহলে প্রথমেই এপটি পেয়ে যাবেন।

এপটি ওপেন করলে নিচের মতো ইন্টারফেস আসবে। Let’s Start এ ক্লিক করবেন।

এবার নিচের স্ক্রিনশট টি আসলে

এখানে আপনার ফোন নাম্বার দিয়ে   Next step এ ক্লিক করবেন।

নেক্সট স্টেপে ক্লিক করলে আপনার নাম্বারে একটি কোড যাবে।সেই কোড টি বসিয়ে দিন এবং   সাবমিট এ ক্লিক করুন।কোড না আসলে 4321 এই কোড টি বসিয়ে দিবেন।

এবার এখানে চিহ্নিত ঘরগুলো পুরোন করুন  এবং সাবমিট এ ক্লিক করুন।

সাবমিট এ ক্লিক করলে এপটির হোমপেজ ওপেন হবে।এবার বামে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন।

প্রোফাইল ১০০% সম্পন্ন করতে  My profile এ ক্লিক করবেন।

এবার নিচের স্ক্রিনশট টির মতো আসলে চিহ্নিত এডিট আইকোনটিতে ক্লিক করুন।

এবার নিচের ঘরগুলো পুরন করুন  এবং নিজের ছবি আপলোড করার পর Update এ ক্লিক করুন।

প্রোফাইল আপডেট হয়ে গেলে চলুন এবার আসল কাজে যাই।

এপটির হোমপেজ এ এসে নিচে দেখুন ডেমো পরীক্ষা নামে একটা অপশন আছে।কুইজে অংশগ্রহণ করার আগে এখান থেকে আপনারা পরীক্ষা দিয়ে বুঝতে পারবেন পরীক্ষায় কীরকম প্রশ্ন থাকবে।এখানে হাজারবার পরীক্ষা দিলেও কোনো সমস্যা নাই।এই নাম্বার আপনার লীডার বোর্ডে কাউন্ট করা হবেনা।এখানে শুধুমাত্র জানতে  পারবেন আসল পরীক্ষায়  কীরকম প্রশ্ন থাকবে।

>

>

কুইজ স্টার্ট হয়ে গেল নিচের মতো দেখতে পাবেন এক্ষেত্রে যে অপশটি আপনার কাছে  সঠিক মনে হবে সেটিতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন।

এভাবে দশটি প্রশ্ন শেষ হয়ে গেলে ডানদিকে উপরে থাকা সাবমিটে ক্লিক করবেন।।

এবার নিচের মতো আসলে Submit এ ক্লিক করবেন।

সাবমিট হয়ে গেলে আপনি আপনার ফলাফল দেখতে পাবেন।কয়টি উত্তর দিয়েছেন,কয়টি সঠিক হয়েছে কয়টি ভুল হয়েছে সব দেখতে পাবেন।এখান থেকে চাইলে লিডার বোর্ড ও দেখতে পারবেন।

এবার চলেন প্রাথমিক বাছাই পর্বের আসল পরীক্ষায় কীভাবে অংশগ্রহণ করবেন তা দেখিয়ে দিচ্ছি।

আসল পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে পরীক্ষার জন্য।রেজিস্ট্রেশন করতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে

CP Districtname  SSCYear SSCRoll YourName  লিখে গ্রামীনফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল গ্রাহকরা ২৯৯৩৩ নম্বরে সেন্ড করুন এবং টেলিটক গ্রাহকরা ৯৯৩৩ নম্বরে সেন্ড করুন। ফিরতি SMS এ অ্যাপ লিংক পেয়ে যাবেন।

তাহলেই আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট।

উদাহরণ:CP Dinajpur 2018 220277 Sakhawat Hossain

রেজিস্ট্রেশন সফল হলে আপনার নাম্বারে একটি মেসেজ আসবে।

সফলভাবে রেজিস্ট্রেশন করার পর আবারও এপের হোমপেজে যাবেন এবং   নিচে বাম কর্নারে দেখবেন প্রাথমিক বাছাই পর্ব নামে একটা অপশন আছে।এখানে ক্লিক করবেন।

তারপর নিচের মতো আসলে নির্দেশনা গুলো পড়ে নিবেন এবং Take me   to Quiz এ ক্লিক করবেন।

এখানে দেখতে পাচ্ছেন প্রশ্ন থাকবে ২০ টি এবং সময় ৩০ মিনিট।

কুইজ শুরু করতে Start  Quiz এ ক্লিক করুন।

ডেমো পরীক্ষায় যেমন পরীক্ষা দিয়েছিলেন একই ভাবে এখানেও পরীক্ষা দিতে পারবেন।

*পরীক্ষা শুরু করার আগে অবশ্যই খাতা,কলম,ক্যালকুলেটির নিয়ে বসবেন।কেননা প্রশ্নগুলো বেশ ক্রিয়েটিভ!

*পরিক্ষায় অংশগ্রহণের আগে অবশ্যই আপনার মোবাইলের স্ক্রিন লকের সময় কমপক্ষে ১৫ মিনিট সেট করে নিন। অন্যথায় পরীক্ষা দেওয়ার সময় স্ক্রিন লক হয়ে গেলে অটোম্যাটিক সাবমিট হয়ে যাবে। যেভাবে সেট করবেনঃ

Settings > Display & Brightness > Auto Screen Lock > 15 minutes

 

*বাছাই পর্ব কতদিন চলবে সঠিক জানিনা তাই তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে বাছাই পর্বে অংশগ্রহণ করে ফেলুন।

*বাছাই পর্ব থেকে সেরা ৫০০০ জনকে তারা ফাইনাল পর্বে অংশগ্রহণের সুযোগ দেবে।এক্ষেত্রে সব নির্দেশনা মোবাইলে মেসেজ করে এবং এসো শিখি লার্নিং এপের নোটিফিকেশনে দেওয়া হবে। 

আশা করি পোস্ট টা ভাল লাগবে সবার।কোনো সমস্যা হলে কমেন্টে জানান।আমি রিপ্লাই করব ইনশাআল্লাহ।

কথা হবে আবারও অন্য কোনো পোস্টে। ততক্ষন পর্যন্ত ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি।

আল্লাহ হাফেজ।