আপনি যদি মেশিন লার্নিং শিখতে চান, শেখার আগ্রহ থাকে তাহলে আপনার জন্যে এই পোস্ট টি।
মেশিন লার্নিং সম্পর্কে না জেনে থাকলে আমি বলবো আপনাকে গুগল সার্চ করতে।
মেশিন লার্নি প্রোগ্রামিং সম্পর্কে সংক্ষেপে একটু বলিঃ
মেশিন লার্নিং হলো এমন একটি ভাষা যাকে কৃত্রিম বুদ্ধি বলা যায়, উদাহরণ সরুপ বলা যায়ঃ
(১) আপনি কি কখনো ভেবেছেন আপনার ইমেইলে যে শত শত মেসেজ আসে তার মধ্যে যদি স্পামিং মেসেজ আসে তাহলে সেটা স্পাম বক্সে চলে আসে, আপনার ইমেইলের মেসেজ গুলো কি গুগলের কোনো স্টাফ চেক করে স্পাম মেইলটাকে পৃথক করে দিয়েছে?
না, এখানে মেশিন লার্নিংয়ের ব্যবহার হয়েছে।
(২) যখন কিছু লিখতে শুরু করেন তখন একটা লেটার টাইপ করলেই আপনি কি লিখতে চাচ্ছেন তা বুঝে ওই রিলেটেড ওয়ার্ড সাজেস্ট করে এটা কিভাবে করে?
কিবোর্ডের কি নিজের বুদ্ধি রয়েছে তাহলে?
এরকম হাজার হাজার উদাহরণ রয়েছে যাতে মেশিন লার্নিং ব্যবহৃত হয়।
মেশিন লার্নিং কি? এবং কেনো শিখবো?
কোর্সটি সম্পকে বলিঃ
কোর্সটির নামঃ মেশিন লার্নিং এবং পাইথন ও ডাটা সায়েন্স, ১৪০ ঘন্টা হাইকোয়ালিটি ভিডিও।
কোর্সটি তৈরী করেছেঃ জাডা ইলার্নিং ইন্সটিটিউট।
কোর্সটির মূল্যেঃ ১০৯ ডলার, কোর্সটি দুইদিনের জন্যে ১০০ ছাড় চলছে, তাই এই সুযোগে কুপন এপ্লাই করে লুফে নিতে পারেন।
কোর্সটির ভাষাঃ ইংরেজী, ভয় পাবেন না ইংরেজী শুনে, আপনি যদি তামিল বা হিন্দি সিনেমার ভাষা বুঝতে পারেন হিন্দি বা তামিল ভাষা না শিখে তাহলে ইংরেজী ও বুঝতে পারবেন ইনশাআল্লাহ।
কোর্সটির কন্টেন্টঃ ৩১ টি অধ্যায় এবং ৩৯৭ টি লেকচার রয়েছে, মোট দৈর্ঘ্য ১৩৯ ঘন্টা ৫৭ মিনিট।
কোর্সটিতে রেটিংঃ ৪.০ স্টার রেটিং পেয়েছে ১৫০ টি প্রায়।
কোর্সটিতে শিক্ষার্থীর সংখ্যাঃ ৫৭,৭৮৪ জন প্রায়।
কোর্সটি ইনরোল করলে, লাইফটাইম এক্সেস পাবেন।
এবং কোর্সটি ১০০ % সম্পন্ন করলে সার্টিফিকেট পাবেন।
কোর্সটি ইনরোল করার জন্যে সর্বপ্রথম একটি একাউন্ট করুন উডেমিতে নিচের লিংকে গিয়ে SignUp
এরপর আপনি নিচের লিংকে গিয়ে কোর্সটি ইনরোল করে ফেলুন
Take Course
এরকম আরো উডেমির কোর্স পেতে প্রতিদিন ভিজিট করুন UdemyOffer24
আপনার কাছে ভালো না লাগলে পোস্টিটি স্কিপ করে যান, বাজে মন্তাব্য করার আগে একটু হলেও ভেবে করবেন।
#Stay Home Stay Safe
২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো
আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com