Site icon Trickbd.com

২০২০-২০২১ শিক্ষাবর্ষ এর একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি নীতিমালা  গুলা দেখে নিন।

Unnamed

২০২০-২০২১ শিক্ষাবর্ষ এর সরকারি-বেসরকারি কলেজে উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ হয়েছে।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া ৯ আগস্ট থেকে শুরু হবে।

বিগত কয়েক বছরের মতো এবারও এসএসসির ফলের ভিত্তিতে কলেজে ভর্তি করা হবে।

ভর্তির নীতিমালা গুলা জেনে নিয়া যাক!

  1. যারা ভর্তি হতে পারবেঃ ২০১৮,২০১৯  ও ২০২০ সালের এসএসসি উত্তীর্ণরাও ছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮,২০১৯ ও ২০২০ সালের পরীক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি যোগ্য বলে বিবেচিত হবে।
  2. আবেদন পদ্ধতিঃ শুধুমাত্র অনলাইন এ আবেদন করা যাবে।
  3. আবেদন ফিঃ অনলাইনে আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন ৫ টি কলেজে আবেদন করলেও ১৫০/- টাকা আবার ১০টি কলেজে আবেদন করলেও ১৫০/- টাকা চার্জ হবে।
  4. আবেদনের সময়সীমাঃ আবেদন প্রক্রিয়া ৯ আগস্ট থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
  5. ১ম মেধা তালিকার ফলাফল প্রকাশঃ ১ম মেধাক্রম ২৫ আগস্ট এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
  6. ১ম পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন ফিঃ ২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত (শিক্ষার্থী নিশ্চিত না করলে ১ম পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে)
  7. ২য় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ ৩১ আগস্ট থেকে ০২ সেপ্টেম্বর পর্যন্ত
  8. পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশঃ  ০৪ সেপ্টেম্বর
  9. ২য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন ফিঃ ০৫ থেকে ০৬ সেপ্টেম্বর পর্যন্ত।
    (শিক্ষার্থী নিশ্চিত না করলে ১ম পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে)
  10. ৩য় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ ০৭ থেকে ০৮ সেপ্টেম্বর পর্যন্ত।
  11. পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশঃ  ১০ সেপ্টেম্বর । (রাত ৮:০০ টায়)
  12. ৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশঃ ১০ সেপ্টেম্বর । (রাত ৮:০০ টায়)
  13. ৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন ফিঃ ১১ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত (শিক্ষার্থী নিশ্চিত না করলে ১ম পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে)
  14. কলেজে ভর্তির সময়সীমাঃ ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
  15. ভর্তির জন্য শাখা নির্বাচনঃ বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণরা যেকোনো বিভাগে ভর্তি হতে পারবে। মানবিক শাখা থেকে উত্তীর্ণরা মানবিকের পাশাপাশি ব্যবসায় শিক্ষা শাখায় এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ভর্তি হতে পারবে।
  16. ক্লাশ শুরুর তারিখঃ পরে তা ঘোষণা করা হবে.?

বিশেষ কিছু নীতিমালা

একাদশ শ্রেণীতে ভর্তি হতে কোন কলেজে কত পয়েন্ট লাগবে এবং কলেজের আসন সংখ্যা জেনে নিন।

একাদশ শ্রেণীর ভর্তির বিষয় নিয়ে সব ধনের পোস্ট করা হবে ট্রিকবিডিতে

একাদশ শ্রেণীতে ভর্তির বিষয় নিয়ে কোনো কিছু জানার থাকলে সরাসরি Messenger এ Message দিন বা Facebook Account Link (কেও ফ্রেন্ড রিকুয়েস্ট দিবেন না)

আমরা সবাই মিলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করি ও সাধারণ সতর্কতা অবলম্বন করি। নিয়মিত হাত ধুই (২০ সেকেন্ড ধরে), হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ও নাক ঢেকে রাখি, এবং নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন

ধন্যবাদ

Exit mobile version