নটর ডেম কলেজ একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ প্রকাশ হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় নটর ডেম কলেজকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের জন্য অনুমতি প্রদান করেছে। এ বছর শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে এনে ভর্তি পরীক্ষা নেওয়া হবে না।
শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী এ বছর ভর্তির আবেদনকারী শিক্ষার্থীদের ভর্তির ভার্চুয়ালি (অনলাইন) লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কোন মৌখিক পরীক্ষা হবে না। ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধি, মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় আনা হবে। ভর্তি পরীক্ষার পর চূড়ান্ত ফলাফল মোবাইলে SMS করে জানাবো হবে।
ভর্তি বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলোঃ
আবেদন পদ্ধতিঃ নটর ডেম কলেজ নিজস্ব অনলাইন-এ ভর্তির আবেদন গ্রহণ করবে।
ভর্তি আবেদনের নূন্যতম যোগ্যতাঃ
- বিজ্ঞান বিভাগ – বাংলা মাধ্যম ও ইংরেজী মাধ্যম (উচ্চতর গণিতসহ) GPA-5.00,
- মানবিক বিভাগ GPA-3.00 এবং ব্যবসায় শিক্ষা- GPA-4.00।
ভর্তি আবেদন ফরম পূরণঃ ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের ০৯ আগস্ট ২০২০ তারিখ প্রথম প্রহর ১২ঃ০১ মিনিট হতে ১৬ আগস্ট ২০২০ ভোর ০৬ টা পর্যন্ত সরাসরি ওয়েবসাইট https://www.mcampus-admission.online/ndc অথবা নটর ডেম কলেজের নির্দিষ্ট ওয়েবসাইট http://www.notredamecollege-dhaka.com থেকে অনলাইনে আবেদন করতে হবে।
ভর্তির আবেদন ফিঃ (অফেরতযোগ্য) বাবদ ২৬০/- টাকা (আবেদন ফি বাবদ ২৫৫/- + বিকাশ চার্জ ৫/-) টাকা অনলাইনে আবেদন করার সময় দিতে হবে।
বিভাগ পরিবর্তনের ক্ষেত্রেঃ
- বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে GPA-4.50,
- বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে GPA-3.50।
নটর ডেম কলেজের আসন সংখ্যাঃ
- বিজ্ঞান বিভাগ- বাংলা মাধ্যম-১৭৮০,
- ইংরেজী ভার্সন- ৩০০,
- মানবিক বিভাগ- ৪০০
- ব্যবসায় শিক্ষা বিভাগ- ৭৫০।
নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষাঃ ১৬ আগস্ট তারিখে এসএমএস এর মাধ্যমে পরিক্ষার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।
ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখঃ এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
- আমাদের একটি রোমান্টিক বিষয়ক Facebook Group আছে যেখানে সবাই অ্যাড হওয়ার জন্য আমন্ত্রণ করা হলো। সবাই প্লিজ অ্যাড হবেন
- মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন।
আমরা সবাই মিলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করি ও সাধারণ সতর্কতা অবলম্বন করি। নিয়মিত হাত ধুই (২০ সেকেন্ড ধরে), হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ও নাক ঢেকে রাখি, এবং নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন