প্রথমেই দুঃখিত আমি,আগের পোস্টের জন্য,ওইখানে আমি Iframe ব্যবহার করে অন্য একটা সাইট ইউজ করেছি,বাট এটায় সেরকম না।আমি এখানে সম্পূর্ণ PHP স্ক্রিপ্ট টাই দিয়ে দিচ্ছি।
১. প্রথমে এখান থেকে জিপ ফাইল ডাউনলোড করে নিন।
২. এডিট করার ইচ্ছা থাকলে Extract করে এডিট করে নিন,নাহলে শুধু ওইভাবেই ডাউনলোড করে রেখেদিন
৩. আপনার হোস্টিং এর ফাইল ম্যানেজারে এ গিয়ে ডাউনলোড বা এডিট করা ফাইল গুলো আপলোড করে দিন
তারপর সাইট ভিজিট করুন :v
৪. From: যেই নাম থেকে পাঠাবেন
Subject: মেইলের সাবজেক্ট
To: যার কাছে পাঠাবেন তার মেইল
Message: আপনার ম্যাসেজ :’)
সব ঠিক ঠাক লেখা হয়ে গেলে Send Email বাটনে ক্লিক করুন। মেইল পাঠানো হয়ে গেলে Success লেখা উঠবে,না হলে ফেইল আসবে।ফেইল হলে আবার পুনরায় চেক করে নিবেন।
কয়েক সেকেন্ডের মধ্যেই মেইল এসে পড়েছে,প্রমাণ;
বিঃদ্রঃ এই স্ক্রিপ্ট ব্যবহার করে facebook এবং google ডোমেইন থেকেও মেইল স্পুফিং করা যায়;