একাদশ শ্রেণীতে ভর্তির জন্য বোর্ড ফি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিয়েছেন কিন্তু অনলাইন এ আবেদন করতে পারছে না দেখাছে যে আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই ইত্যাদি ইত্যাদি…
নিয়ে নিন এই সমস্যার সমাধান
প্রথমে এখানে ঢুকেন
তার পর রোল, বোর্ড এর নাম, পাসের সাল,রেজিস্ট্রেশন নাম্বার দিন। তার পর Verification code বসে দিয়ে Next তে ক্লিক করুন।
তার পর এখানে ক্লিক করে সিলেক্ট করেন কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি প্রদান করেছেন।
তার পর ফি প্রদান এর পর আপনার ফোনে ফি প্রদান এর Successful হওয়া একটি এসএমএস এসেছিলো তা তে দেখেন TXNID নামে এটা কোড আছে তা কপি করেন।
তার পর TXNID বসে দিয়ে Next তে ক্লিক করুন।
তার পর দেখেন আবেদন করার পরের অপশন চলে এসেছে।
একাদশ শ্রেণীতে ভর্তির বিষয় এ কোনো কিছু জানার থাকলে বা আমাদের কাছ থেকে ভর্তির আবেদন করে নিতে চাইলে সরাসরি Messenger এ Message দিন বা Facebook Account Link
একাদশ শ্রেণীর ভর্তির বিষয় নিয়ে সব ধনের পোস্ট করা হবে ট্রিকবিডিতে
মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন।
আমরা সবাই মিলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করি ও সাধারণ সতর্কতা অবলম্বন করি। নিয়মিত হাত ধুই (২০ সেকেন্ড ধরে), হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ও নাক ঢেকে রাখি, এবং নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন