একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদন করছেন কিন্তু এখন ভাবচেন যে আবেদন যোজন বিয়োজন করবেন মানে আবেদন সংশোধ করতে চাচ্ছেন তা হলে নিছের নিয়ম Follow করেন।
প্রথমে এখানে ক্লিক করুন
তার পর আপনার রোল, বোর্ড এর নাম, পাসের সাল, রেজিস্ট্রেশন নাম্বার তার পর Verification code দিয়ে Next তে ক্লিক করেন।
তার পর আবেদন করার সময় যে নাম্বার দিয়েছিলেন তা দিন এবং আপনার নাম্বারে এর আগে আবেদন করার পর একটি successful security code গিয়েছে তা দিয়ে এখানে ক্লিক করেন।
তার পর কোন কলেজ যোজন বিয়োজন মানে সংশোধ করতে চান তা করে নিন।(৫ বার সংশোধ করা যাবে)
তার পর কলেজ সংশোধ হলে Preview Application তে ক্লিক করেন।
তার পর এখানে ক্লিক করলে কাজ শেষ
একাদশ শ্রেণীতে ভর্তির বিষয় এ কোনো কিছু জানার থাকলে বা আমাদের কাছ থেকে ভর্তির আবেদন করে নিতে চাইলে সরাসরি Messenger এ Message দিন বা Facebook Account Link
একাদশ শ্রেণীর ভর্তির বিষয় নিয়ে সব ধনের পোস্ট করা হবে ট্রিকবিডিতে
মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন।
আমরা সবাই মিলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করি ও সাধারণ সতর্কতা অবলম্বন করি। নিয়মিত হাত ধুই (২০ সেকেন্ড ধরে), হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ও নাক ঢেকে রাখি, এবং নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন
7 thoughts on "একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করার পর কি ভাবে আবেদন আবার সংশোধ করবেন দেখে নিন।"