Site icon Trickbd.com

একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন এর সিকিউরিটি কোড হারিয়ে গেলে কি করবেন দেখি নিন।

Unnamed

একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন এর সিকিউরিটি কোড হারিয়ে গিয়েছে বা এসএমএস ডিলিট হয়ে গিয়েছে এখন ভাবছে এই সিকিউরিটি কোডটি কোথায় পাবো বা কি করে খুজে পাবো এবং কি ভাবে পুনঃরুদ্ধার করেন ইত্যাদি ভাবছেন।
চিন্তার কারনেই খুব সহজে সিকিউরিটি ফিরে পেতে পারেন

প্রথমে এখানে ক্লিক করুন

তার পর এখানে ক্লিক করেন।

তার পর আপনার

SSC এররোল

রেজিস্ট্রেশন নাম্বার

বোর্ডের নাম

পাসের সাল

আপনার মায়ের নাম (Admit কাড অনুযাই)

Transaction ID (আবেদন successful হওয়ার পর আপনার নাম্বারে একটা এসএমএস এসেছিলো তা Transaction ID খুজে পাবেন)

ফোন নাম্বার (আবেদন করার সময় যে নাম্বার দিয়েছেন)

তার পর verification code বসে দিয়ে Submit তে ক্লিক করেন।

তার পর দেখেন সিকিউরিটি চলে এসেছে (শুধু মাএ একবারই সিকিউরিটি কোড পুনঃরুদ্ধার করতে পারবেন।)

একাদশ শ্রেণীতে ভর্তির বিষয় এ কোনো কিছু জানার থাকলে বা আমাদের কাছ থেকে ভর্তির আবেদন করে নিতে চাইলে সরাসরি Messenger এ Message দিন বা Facebook Account Link

 

 

একাদশ শ্রেণীর ভর্তির বিষয় নিয়ে সব ধনের পোস্ট করা হবে ট্রিকবিডিতে

 

 

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন।

আমরা সবাই মিলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করি ও সাধারণ সতর্কতা অবলম্বন করি। নিয়মিত হাত ধুই (২০ সেকেন্ড ধরে), হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ও নাক ঢেকে রাখি, এবং নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন

ধন্যবাদ

Exit mobile version