Camscanner কী ???
ক্যামস্কেনার একটি চীনা মোবাইল অ্যাপ্লিকেশন যা ২০১১ সালে প্রথম প্রকাশিত হয়েছিল যা আইওএস
এবং অ্যান্ড্রয়েড ডিভাইসগুলিকে স্ক্যানার হিসাবে ব্যবহার করতে দেয় [[] এটি ব্যবহারকারীদের
ডকুমেন্টগুলিকে ‘স্ক্যান’ করতে (ডিভাইসের ক্যামেরায় একটি ছবি তোলার মাধ্যমে) ফটো jpg বা Pdf হিসাবে ভাগ করে নিতে দেয়। এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে Free Version বিনামূল্যে পাওয়া যায়। অ্যাপটি ফ্রিমিয়াম মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, বিজ্ঞাপন-সমর্থিত ফ্রি সংস্করণ এবং অতিরিক্ত ফাংশন সহ একটি প্রিমিয়াম সংস্করণ ………
এই Premium Account এর সুযোগ সুবিধাগুলো হল :-
No ads !
No camscanner watermarks !
100 free monthy image to text credits !
additional 1 gb cloud space !
1000 folder !
exclusive avatar pendants !
তবে একটা কথা মাথায় রাখতে হবে কোন ভাবেই Password Change করতে পারবেন না, মনে রাখবেন ” If you are bad, i am your dad ” অর্থাৎ camscanner এর Password change করলেও main email এর Password কী জানেন ??আপনি Password reset দিলে আমার mail বক্সগুলাতে code আসবে…….. তো Normally সবাই মিলে Use করার চেষ্টা করেন ।
Cloud এ কোন পারসোনাল কিছু রাখবেন না , রাখলে অন্য কেউ Delete করে দিবে ।
আপনার কাজ হচ্ছে Scan করার পর file টা Downlod করে নিজের Phone storage এ রাখা । এতে আপনার scan file টি সুরুক্ষিত থাকবে। যদি আপনি Cloud storage এ রাখেন অন্যান্য user বিরক্ত বোধ করবে তখন file Delete হয়ে যাবে।
Bye?