Site icon Trickbd.com

যেভাবে Zoom App এর 40 minutes bypass করবেন [EDU mail required]


Howdy everyone,

বর্তমান এই করোনাকালীন সময়ে আমাদের প্রত্যেকেই online class/ Meeting এ ব্যস্ত। আর ব্যস্ত সময়ে Zoom অ্যাপের নাম শুনে নাই এমন কেউ নাই । আজকে মূলত বলব কীভাবে zoom app এর time limit (40min.) কীভাবে Bypass করবেন ।

এর জন্য ৩টা Way আছে–
!zoom-এ 40 min. শেষে আবার ঐ meeting link এ পুনরায় Join করা।
!zoom-এর Pro version Unlock করা payment এর মাধ্যমে।
!Edu mail দিয়ে zoom এর time limitation ছাড়াই ব্যবহার কর।

আজকে মূলত edu mail এর processটা দেখানোর চেষ্টা করব। আমাদের অনেকের কাছে Edu mail থাকলেও প্রসেস না জানার কারণে আমরা time limit এ পরে যাচ্ছি। আশা করি উপকৃত হবেন।

? প্রথমে এই Link এ গিয়ে Step-1 অপশনে দেখুন। ঐখানের দেয়া Link এ আপনার edu mail দিয়ে free Sign up করে নিবেন।

?এরপর আপনার mail box এ verification link পাঠানো হবে,

?link এ click করার পর আপনাকে জিজ্ঞাসা করবে আপনি school এর mail এ sign up করছেন কিনা, সেখানে yes এ click করবেন

? এখন আপনাকে first name-last name-job title-school address fill up করতে হবে।

? school/college address এর জন্য আপনাকে আপনার edu mail টি কপি করে Google এ search করলে প্রথম যে web link
টা পাবেন ঐটাই আপনার school/college address

? এবার পুনরায় 1st ঐ link এ গিয়ে final registration টা করে আসবেন।

ব্যস আপনার zoom এ time limit আর হবে না। শুধু মাত্র এই feature টাই পাবেন edu mail দিয়ে।

 

ভাল থাকবেন,সুস্থ থাকবেন
মনযোগ দিয়ে Class/meeting করতে থাকুন

?জোস জোস design এর জগতে ভাসতে চাইলে নিয়ে নিন Canva Pro AccountTap Here

BYE✌